ভোপাল: স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতীর সঙ্গে। উমা এবার ভোটে লড়ছেন না যদিও, অতীতে তিনি ভোপাল লোকসভা কেন্দ্রে জিতেছেন, যেখানে এবার দল টিকিট দিয়েছে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞাকে। এদিন দুজনেই পরস্পরের সঙ্গে সাক্ষাতে আবেগপ্রবণ হয়ে পড়েন। দুজনের সাক্ষাতের একটি ভিডিও ছড়িয়েছে যাতে দেখা যাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছেন প্রজ্ঞা, তাঁকে চোখের জল মুছিয়ে স্বান্তনা দিচ্ছেন উমা। প্রজ্ঞা একটি এসইউভি-তে বসে আছেন।
দুজনের মধ্যে নাকি সংঘাত, দূরত্ব তৈরি হয়েছে, এমন জল্পনার মধ্যেই উমার কাছে যান প্রজ্ঞা। বিদায় নেওয়ার সময় সাধারণ জনতা, মিডিয়ার সামনেই কাঁদতে দেখা যায় তাঁকে।
এখানকার শ্যামলা হিলস এলাকায় উমার বাসভবনে যান প্রজ্ঞা। প্রজ্ঞার জয় নিশ্চিত বলে দাবি করেন উমা। পরে সাংবাদিকদের সামনে উমা বলেন, যেদিন দিদি মা-কে (এই নামেই প্রজ্ঞাকে ডাকেন তিনি) প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষিত হয়, সেদিনই ঠিক হয়ে যায়, বিজেপি বিপুল ব্যবধানে জিতবে। দল যা করতে বলবে, আমি করব। যারা দিদি মা-র ভোটপ্রচারের দিকটা দেখছে, তারা যা করার করবে। আমার ধারণা, প্রথম দিনেই ওঁর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। আমরা স্রেফ নিজেদের প্রমাণ করতে ওঁর জন্য ভোট চাইছি, লড়ছি। উনি ইতিমধ্যেই জিতে গেছেন।
প্রজ্ঞা চলে আসার সময় কেঁদে ওঠায় তাঁকে জড়িয়ে ধরে রাখেন, কপালে চুম্বন করেন উমা, তাঁর পা-ও স্পর্শ করেন।
কান্নায় ভেঙে পড়লেন প্রজ্ঞা, জড়িয়ে ধরে স্বান্তনা উমার, ছুঁলেন পা-ও
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 07:01 PM (IST)
দুজনের মধ্যে নাকি সংঘাত, দূরত্ব তৈরি হয়েছে, এমন জল্পনার মধ্যেই উমার কাছে যান প্রজ্ঞা। বিদায় নেওয়ার সময় সাধারণ জনতা, মিডিয়ার সামনেই কাঁদতে দেখা যায় তাঁকে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -