মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নথিপত্রের হিসেবমতো তাঁর বয়স ৭৫ বছর। যদিও বৃদ্ধার দাবি, চার কুড়ি পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী? এই বয়সেও পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রতিদ্বন্দ্বিতা করতে পিছপা নন উমারানি মিশ্র (Umarani Misra)। বিজেপির পতাকা হাতে ভোটে দাঁড়াচ্ছেন। সম্বল বলতে অদম্য মনের জোর ও প্রয়াত স্বামীর আশীর্বাদ। প্রতিপক্ষ কে, সেই দিকে তাকাচ্ছেনই না উমারানি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের ঘটনা। পঁচাত্তর বছরের বৃদ্ধার এমন ইচ্ছার কথা শুনে সারা পড়ে গিয়েছে এলাকায়।
কী ঘটেছিল?
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মুখে ও মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা, গুলিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে। কোথাও অভিযোগ, বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই সন্দেহের তির শাসকদলের দিকে। কিন্তু যাবতীয় ভয় উপেক্ষা করে আমলাজোড়া পঞ্চায়েতের ধোবাঘাটার বাসিন্দা উমারানি মিশ্র জানাচ্ছেন, রাজনীতিটা তিনি ভালোই বোঝেন। এমনকি, বাম আমলেও নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । বৃদ্ধার আশা, তাঁর স্বচ্ছভাব মূর্তি দেখেই বিজেপিকে ভোট দেবেন এলাকার মানুষ। সরকারি প্রকল্প থেকে মানুষ কী ভাবে বঞ্চিত হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে প্রচারে নামবেন উমারানি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। বৃদ্ধা জানান, যে কোনও ধরনের প্রতিরোধ এলে লড়াই করতে তিনি প্রস্তুত। তবে তাঁর ছেলে-বৌমারা ভয় পাচ্ছেন। এই বয়সে নির্বাচনে অংশগ্রহণ করে যদি ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই পরিবারের কেউ মুখ খুলতে চাননি। তাতে অবশ্য কিছু যায় আসে না বৃদ্ধার। বললেন, 'আমার খড়ের চাল, বাড়ি ভেঙে গিয়েছে। এই সরকারের কাছে কোনও সাহায্য পাইনি।' বিজেপি প্রার্থীর এমন মনোভাব দেখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, 'স্বচ্ছ ভাবমূর্তি দেখেই উমারানি দেবীকে প্রার্থী করা হয়েছে। জয়ের বিষয়েও আশাবাদী।' এলাকার বিজেপি সমর্থকদের বক্তব্য, এই বয়সে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করার ইচ্ছাকে সমর্থন করবেন তাঁরা। তবে তৃণমূলের প্রার্থী ইতু দাস আমল দিতে নারাজ। বললেন, 'কে দাঁড়িয়েছে জানি না। আমি জিতব আশাবাদী। আর তৃণমূলের পক্ষ থেকে ওঁদের পরিবারের কাউকে হুমকি দেওয়া হয়েছে বলে তার জানা নেই।'
জয়-পরাজয়ের হিসেব হতে আরও কিছু দিন বাকি। তবে বয়স যে নির্বাচনী লড়াইয়ে বাধা হতে পারে না, সেটা এর মধ্যেই বোঝাতে পেরে গিয়েছেন বৃদ্ধা। বাকিটা বলবে সময়।
আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা