কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) ভাইপো । তৃণমূলের ( TMC ) সেকেন্ড ইন কমান্ড। তাঁর সম্পত্তি কত , তা নিয়ে রাজ্যবাসীর অনেকেরই উথসাহ।  শুক্রবার মনোনয়নপত্র জমা করেছেন ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদ ( Abhishek Banerjee ) । সেখানে হলফনামায় তাঁর সম্পত্তির হিসেব-নিকেশ রীতিমতো চমকে দেওয়ার মতো। ২ বারের সাংসদ , তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাঁর নিজের কোনও গাড়ি নেই। নেই একটা বাড়িও। এমনকী কোনও জমিজমাও তাঁর নামে নেই। 


স্ত্রীর রোজগার
অভিষেকের হলফনামা অনুসারে, গত কয়েকবছরে তাঁর রোজগার বেড়েছে ঠিকই, কিন্তু তিনি নিজের নামে কোনও  গাড়ি কেনেননি, বাড়ি কেনেননি। এমনকী তাঁর স্ত্রী রুজিরারও কোনও রোজগার নেই। স্ত্রী রুজিরা নরুলাকে গৃহবধূ বলে উল্লেখ করেছেন অভিষেক। তাঁর নিজের নামে তাঁর কোনও বাড়ি নেই। অভিষেকের সম্পত্তির খতিয়ানে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি একেবারে শূন্য।  ২০২২-২৩ সালে অভিষেকের স্ত্রীর আয়কর রিটার্নের তথ্যের জায়গায় লেখা হয়েছে ' প্রযোজ্য নয়' 


জমা - খরচ
২০২৪ সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মনোনয়ন জমা দিয়েছিলেন, তখন তাঁর হাতে নগদ ছিল ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা । অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনও নগদ নেই। গত অর্থবর্ষে তিনি যে ইনকাম ট্যাক্স ফাইল করেছেন , সেই অনুযায়ী তাঁর ২০২২-২৩ এ আয় ৮২ লাখ ৫৮ হাজার ৩৬০ টাকা। অভিষেকের সেভিংস অ্যাকাউন্ট আছে ৫ টি ব্যাঙ্কে । আইসিআইসিআই, এইচডিএফসি, স্ট্যানডার্ড চ্যাটার্ড ব্যাঙ্ক, এসবিআই ও ইন্ডিয়ান ব্যাঙ্কে। এই অ্যাকাউন্টগুলিতে  টাকা রেখেছেন মোট ৮৫ লাখ ৪৩ হাজার ৯০৮ টাকা। তাঁর ১৫ লাখ, ৬ লাখ ও ১০ লাখ টাকার তিনটি জীবনবিমা রয়েছে। ২ লাখ টাকার কিছু বেশি পরিমাণে সোনা ও রুপো রয়েছে। আর স্ত্রী রুজিরার সোনা ও রুপোর পরিমাণ বৃদ্ধি পায়নি, তবে দাম বেড়েছে বাজার মূল্য অনুসারে, ৪৫ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা।  অভিষেকের মোট ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। আর স্ত্রী রুজিরার অস্থাবর সম্পত্তি রয়েছে ৭৮ লাখ ৭০ হাজার ৩৮২ টাকার। 


অভিষেকের দুই ছেলে মেয়ে আজানিয়া ও আয়াংশ। তাদের হাতে নগদ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি । যার পরিমান ৬০ হাজার ৭৮১ টাকা এবং ৬১ হাজার ১৬৩ টাকা। দুই সন্তানের নামেই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৪,৬৬,৮৬০ ও ৭,৩৫,৫৭৩ টাকা রেখেছেন অভিষেক। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোনও গাড়ি নেই। তিনি একটি সংস্থা থেকে ঋণ নিয়েছেন ৩৬ লাখ টাকা। তিনি পড়াশোনা করেছেন দিল্লির আইআইপিএম থেকে। বিবিএ ও এমবিএ পাশ করেছেন তিনি।