রাজীব চৌধুরী, বহরমপুর: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) দিন ঘোষণার পর পশ্চিমবঙ্গে (West Bengal) এখনও পর্যন্ত সবথেকে বেশি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। তৃতীয় দফায় মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট হওয়ার পরেও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে দেখেছে মানুষ। এখনও বিক্ষিপ্ত ঝামেলার খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই আবহাওয়ার ভেতরেই সৌজন্যর এক নতুন নজির গড়লেন বহরমপুরের বাম ও কংগ্রেস জোট প্রার্থী অধীর চৌধুরী (Congress candidate Adhir Choudury) ও বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহা (BJP Candidate Dr Nirmal Saha)।


সোমবার চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে বহরমপুরে। তার আগে শনিবার সকালে শেষ দিনের প্রচারে বেরিয়ে মুখোমুখি হলেন বহরমপুরের বাম ও কংগ্রেস জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। আর সেখানে দেখা গেল সৌজন্যের নয়া নজির। প্রচারে বেরিয়ে একসময়ে এক রাস্তায় চলে আসে দুটি দলের রোড শো। একে অপরকে দেখতে সৌজন্য বিনিময় করলেন কংগ্রেস ও বিজেপির প্রার্থী। সেই সময় অধীর চৌধুরীর গাড়িতে ফুল ছুঁড়ে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। 


আরও পড়ুন: Loksabha Elections 2024: তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুমকি,বিতর্কিত মন্তব্য সোনামুখীর বিজেপি মণ্ডল সভাপতির


শনিবার সকালে বহরমপুরের লালদিঘি সংলগ্ন রাস্তা দিয়ে সমবায়িকা মোড়ের দিকে যাচ্ছিল বাম ও কংগ্রেস জোটের রোডশো। হুডখোলা গাড়িতে ছিলেন অধীর চৌধুরী। সেইসময় রানিবাগানের দিক থেকে ওই রাস্তায় চলে আসে বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহার রোডশো। হুডখোলা গাড়িতে প্রচার করছিলেন নির্মলও। সেই অধীর চৌধুরীকে সামনে দেখতে পেয়ে তাঁকে হাত জোড় করে নমস্কার জানান নির্মল সাহা। প্রতি নমস্কার করেন অধীর চৌধুরীও। তারপর একে অপরকে হাত নেড়ে সৌজন্য জানান। বাম ও কংগ্রেস জোট প্রার্থী চৌধুরীর গাড়ির দিকে ফুলও ছুঁড়ে দিতে দেখা যায় বিজেপি প্রার্থী নির্মল সাহাকে। দু দলের রোড শো একই রাস্তায় এসে গেলেও কোনও উত্তেজনা তৈরি হয়নি।  


আরও পড়ুন: Amit Shah Attacks Arvind Kejriwal: "অরবিন্দ কেজরিওয়াল প্রচার করলেও মানুষ শুধু আবগারি দুর্নীতির কথাই মনে করবে", কটাক্ষ অমিত শাহের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।