কলকাতা : দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কোন স্ট্র্যাটেজিতে এগোবে ইন্ডিয়া জোট, তৃণমূলের ভূমিকা কী হবে ? লোকসভা ভোটে বঙ্গে সবুজ ঝড়ের পরই সাংবাদিকের একের পর এক প্রশ্নের সম্মুখীন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিটি উত্তরেই ঝরে পড়ল বিজেপির প্রতি তীব্র কটাক্ষ। 


ইন্ডিয়া জোটের আগামী পদক্ষেপ, তৃণমূলের ভাবনা চিন্তা নিয়ে আপাতত কোনও মন্তব্য করলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আগে আমাকে যেতে তো দিন ! পরে সবটাই জানতে পারবেন। বললেন, সময়ের হাতে ছেড়ে দিন না।  অভিষেকের সংযোজন, 'ওখানে তো অনেক দলের নেতারাই আসবেন। কেউ ২ টি সিটে জিতেছেন। কেউ একটা। আর আমরা ৩০ টার কাছাকাছি সিটে জিতেছি। দেখা যাক না সকলে কী বলেন' 


লোকসভা ভোটে মমতা ও অভিষেকের স্ট্র্যাটেজির সামনে উড়ে গিয়েছে মোদি-শাহের গ্যারান্টি। তাই নিয়ে এবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, 'বিজেপি নেতারা বাংলায় এসে সরকার ফেলার হুমকি দিয়েছিলেন। এনডিএ সরকার গঠন করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে। কেউ কিং মেকার নয়, কিং মেকার আসলে জনগণ। বিজেপির কোনও ভবিষ্যদ্বাণী কাজ করেনি' 


তিনি আরও বলেন, 'BJP এভাবে দোশো পার, চারশো পারের হুঙ্কার দিতে থাকুন। আর তা আমাদের জন্য ভাল হোক '। অভিষের বলেন, বিধানসভা ভোটের সময়, মোদু - শাহ এসে ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিলেন বিজেপির সামনে। আর সেবার ২০০ আসন পার করে তৃণমূল। আর এবার বিজেপি লোকসভায় বঙ্গ বিজেপিকে ৩০ আসনের টার্গেট দিয়েছিলেন, আর ৩০ পেল তৃণমূল। এই কথা বলে অভিষেকের তীব্র কটাক্ষ, আমি বিজেপির নেতাদের কাছে অন্তর থেকে ঋণী। আমি প্রত্যেক বিজেপি নেতাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। 


বিজেপি বিচারব্যবস্থার একাংশকে ব্যবহার করেছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করেছে বিজেপি। মানুষ তার জবাব দিয়েছে। মন্তব্য অভিষেকের। 'বিজেপি বলেছিল রাম মন্দির করেছে। রামকে প্রতিষ্ঠা করেছে। আচ্ছা ঈশ্বরকে কি কেউ প্রতিষ্ঠা করতে পারে ? আজ বিজেপি সেই অযোধ্যাতেই হেরে গিয়েছে।' 


এরপর অভিষেক দিল্লির বিমান ধরেন।  সেখানে আজ বৈঠকে বসছেন ইন্ডিয়া ব্লকের শরিকরা। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে সন্ধেয় ইন্ডিয়া জোটের ২৭ বিরোধী নেতার বৈঠক হবে। অন্যদিকে তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বুধবারই বৈঠকে বসবে এনডিএ। 


আরও পড়ুন : 


নীতীশ-নায়ডুর সঙ্গে 'যোগাযোগ করছে I.N.D.I.A ও', NDA র মাথাব্যথার কারণ হতে পারে দুই N?