কলকাতা: ২০১৪ ও ২০১৯-এ কেরলে রাজনীতির ছবিটা গোটা দেশের তুলনায় অন্যরকম ছিল। বাকি দেশে বিজেপি দাপট দেখাতে পারলেও দক্ষিণের ওই রাজ্যে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। কিন্তু ২০২৪ এর লোকসভা ভোটে সেই ছবি একটু হলেও বদলে যেতে পারে বলে মনে করছে সি ভোটার সমীক্ষা। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, এবার কেরলে খাতা খুলতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।  


এবিপি সি ভোটার (ABP C Voter Exit Poll) বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কেরলে ১৭-১৯টি আসন পেতে পারে I.N.D.I.A জোট। উল্টোদিকে এনডিএ পেতে পারে ১-৩টি আসন। বুথফেরত সমীক্ষায় আরও একটি ইঙ্গিত দেখা গিয়েছে। এবারের এক্সিট পোলে দেখা যাচ্ছে বামজোট কেরলে লোকসভায় কোনও আসন পাচ্ছে না। যদিও তারা ৩৩.৩ শতাংশ ভোট নিজেদের দখলে রাখতে পারে।  I.N.D.I.A পেতে পারে ৪১.৯ শতাংশ। অন্যদিকে NDA পেতে পারে ২২.৬ শতাংশ।   


কেরলের রাজনীতির রাশ থেকেছে বাম (CPIM Exit Poll) ও কংগ্রেসের হাতেই। সেই রাজ্যে বাম ও কংগ্রেসের মধ্যে রাজনীতিতে অহি-নকুল সম্পর্ক। দাঁত ফোটাতে পারেনি বিজেপি। কিন্তু কেরলে ২০২৪ সালে ছবিটা অন্য়রকম হলেও হতে পারে বলে মনে করছে সি ভোটার বুথফেরত সমীক্ষা (Lok Sabha 2024 Exit Poll)।  


কেরলের হাল হকিকত:
কেরলে (Kerala Exit Poll) মোট ২০টি লোকসভা আসন। এদের মধ্যে আলাথুর এবং মাভেলিকারা আসন তফসিলি জাতির জন্য় সংরক্ষিত। কেরলের ওয়েনাড আসন থেকে লড়ছেন রাহুল গাঁধী। তিরুঅনন্তপুরমে কংগ্রেসের শশী তারুরের সঙ্গে টক্কর বিদায়ী সরকারের মন্ত্রী বিজেপির রাজীব চন্দ্রশেখরের (ABP Cvoter exit poll)।  


টাইমস নাও ইটিজি সমীক্ষা, ইন্ডিয়া-টুডে-অ্য়াক্সিস মাই ইন্ডিয়া-সহ একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে কেরলে খাতা খুলতে চলেছে বিজেপি। এমনটাই উঠে এসেছে সব সমীক্ষায়। কিন্তু, সবচেয়ে বড় চমক এসেছে এবিসি সি ভোটারের বুথফেরত সমীক্ষায়। এখানে দেখা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে একটাও আসন পাবে না বামেরা। যেখানে কেরলে এখন সরকার চালাচ্ছে বামেরা। ইন্ডিয়া-টুডে-অ্য়াক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষায় বলা হচ্ছে বামেদের ঝুলিতে থাকতে পারে ০-১টি আসন।


২০১৯ সালের ফল:
গতবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন UDF পেয়েছিল ১৯টি আসন। ৪৭.৪৮ শতাংশ ভোট পেয়েছিল। সিপিএম-এর নেতৃত্বাধীন LDF ১টি আসন জিতেছিল। ৩৬.২৯ শতাংশ ভোট পেয়েছিল। বিজেপির ঝুলিয়ে কোনও আসন না এলেও ১৫.৬৪ শতাংশ ভোট পেয়েছিল।  


ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি সি ভোটার এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ভোটের পরে ১৮ ঊর্ধ্ব ভোটারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির