নয়াদিল্লি : গঙ্গাপাড়ের রাজ্য উত্তরপ্রদেশ। সামনেই দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ( (UP Election 2022)। সেই রাজ্যের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। সারা দেশ তাকিয়ে দেশের সবথেকে বড় রাজ্য কী সিদ্ধান্ত নেয় । কাকে বেছে নেবে নিজেদের প্রতিনিধি হিসেবে। 



এবিপি নিউজ (ABP News) সমীক্ষাকারী সংস্থা  সি ভোটার (C Voter) কে দিয়ে একটি সমীক্ষা করায়। জনমত বোঝার চেষ্টা চলেছে অবিরত।  নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক মহলে তরজা ততই জমে উঠছে। সমীক্ষা বলছে প্রতি মুহূর্তে জনগণ রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে ও তাঁদের মতামতের উপর প্রভাব বিস্তার করছে। এই পরিস্থিতিতে এবিপি নিউজ ,  সি ভোটার সার্ভ-এর মাধ্যমে  জানার চেষ্টা করেছে এই সময়ে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ কে।

মুখ্যমন্ত্রী পদে কাকে চাইছে উত্তরপ্রদেশের আমআদমি? কে তাঁদের প্রথম পছন্দ? সেই সম্পর্কে তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল। এই সমীক্ষায় যে ফল সামনে এসেছে, তা নিঃসন্দেহে চমকপ্রদ। সমীক্ষায় সামনে এসেছে, মুখ্যমন্ত্রী পদে পছন্দের  নিরিখে অখিলেশ যাদব এবং যোগী আদিত্যনাথকে পছন্দ করা জনতার মধ্যে ব্যবধান বেড়েছে। অখিলেশ যাদবের জন্য কি একটি ধাক্কা অপেক্ষা করছে ? কী বলছে সি ভোটারের সমীক্ষা ? যতদিন এগচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে যোগী ও অখিলেশকে পছন্দ করা জনতার পরিসংখ্যান। 

  • সমীক্ষার তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে ৪৪ শতাংশ মানুষের প্রথম পছন্দ যোগী আদিত্যনাথ।
  • ৩২ শতাংশ মানুষ অখিলেশ যাদবকে তাঁদের প্রথম পছন্দ বলে জানিয়েছেন। 
  • মায়াবতীর সমর্থকরা তাঁর দিকেই রয়েছেন বলে সমীক্ষার ফল।
  • সমীক্ষায় প্রকাশ,  এখনও ১৫ শতাংশ মানুষ মায়াবতীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়।

           আরও পড়ুন :

    চলছে পাহাড় থেকে নামার হিড়িক, ফেব্রুয়ারি-মার্চে পরিস্থিতি আরও খারাপ হবে উত্তরবঙ্গের, আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের


             

      ৯ ডিসেম্বর ১৩ ডিসেম্বর  ২০  ডিসেম্বর ২৭  ডিসেম্বর ৩ জানুয়ারি
    যোগী আদিত্যনাথ  ৪৫ % ৪১% ৪২% ৪২% ৪৪%
    অখিলেশ যাদব ৩১% ৩৪% ৩৫%  ৩৫%  ৩২%
    মায়াবতী ১৫% ১৪% ১৪% ১৫% ১৫%

     

    অন্যদিকে, যদি আমরা ২৭  ডিসেম্বর এবং সোমবারের পরিসংখ্যানের মধ্যে পরিবর্তনের কথা বলি, গত সমীক্ষায় যেখানে ৪২ শতাংশ মানুষ যোগীকে তাদের প্রথম পছন্দ বলেছিল, এবার এই সংখ্যা বেড়ে হয়েছে ৪৪  শতাংশে। বরং হ্রাস পেয়েছে অখিলেশের জনপ্রিয়তাষ গত সমীক্ষায় অখিলেশ যাদবকে পছন্দ করেন এমন লোকের সংখ্যা ছিল ৩৫ শতাংশ, যা আজকের সমীক্ষায় ৩২% এ নেমে এসেছে।