নয়াদিল্লি : লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রন নিয়েও জোরাল হচ্ছে উদ্বেগ। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের একাংশ কিছুটা আশার আলো দেখালেও, অপর অংশ বলছেন, সতর্ক না থাকলেই বিপদ! এই পরিস্থিতিতে ওমিক্রন চিহ্নিত করতে এবার চলে এল দেশীয় কিট । ওমসিওর (OmiSure) কিটকে অনুমোদন আইসিএমআর-এর ( Indian Council of Medical Research )। এই কিট তৈরি করেছে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস (Tata Medical & Diagnostics) । ২০২১-এর ৩০ ডিসেম্বর এসেছে অনুমোদনের চিঠি। দেশে মঙ্গলবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২। সেই সঙ্গে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই ঝড়ে চোখ রাঙাচ্ছে মূলত ওমিক্রন। দ্রুত সংক্রমণ ছড়িয়ে দেওয়া এই ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে চিকিৎসক মহলকেও। এবার জরুরি পরিস্থিতিতে  আপনি ওমিক্রন ভ্যারিয়েন্টেই আক্রান্ত কি না, তা জানাতে পারবে ওমিসিওর। 



আরও পড়ুন :


এই উপসর্গগুলি পাত্তা দেননি এতদিন ! এগুলোই এবার করোনার লক্ষণ






  • মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০।  

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩।  

  • দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন।  এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে।  

    তাহলে কি ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? এরইমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কিন্তু, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়েও নানা সংশয়, নানা প্রশ্ন রয়েছে! ওমিক্রন কি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে কম ক্ষতিকারক না বেশি? এই ভ্যারিয়েন্ট কি ডেল্টার থেকে দ্রুত গতিতে ছড়ায়? ঝড়ের গতিতে সংক্রমণ ছড়ানোর নেপথ্যে কি রয়েছে ওমিক্রন? ওমিক্রন আক্রান্তদের বেশিরভাগকে কি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে না? ওমিক্রন আক্রান্তদের শরীরে কি অক্সিজেনের অভাব সেভাবে দেখা দিচ্ছে না?
    বিশেষজ্ঞরা বলছেন, এই সব প্রশ্নের নির্দিষ্ট করে কোনও উত্তর দেওয়ার সময় এখনও আসেনি! তবে কিছুটা হলেও আশার আলো দেখছেন চিকিৎসকদের একাংশ।