ABP CVoter Exit Poll Result: অসমে হিমন্ত বিশ্ব শর্মার ম্যাজিক? নাকি উলটপুরাণ? কী পূর্বাভাস এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষায়?

Lok Sabha Elections: শনিবার ছিল লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা। দেশের মসনদে থাকবে কোন দল? অসমের ছবিটাই বা কী? এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষায় উঠে এল ইঙ্গিতপূর্ণ পূর্বাভাস।

Continues below advertisement

গুয়াহাটি: পশ্চিমবঙ্গের প্রতিবেশী। অসমে কি এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দাপট অব্যাহত থাকবে? নাকি ভেল্কি দেখাবে I.N.D.I.A. জোট? 

Continues below advertisement

শনিবার ছিল লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফা। দেশের মসনদে থাকবে কোন দল? অসমের ছবিটাই বা কী? এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষায় উঠে এল ইঙ্গিতপূর্ণ পূর্বাভাস। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himanta Biswa Sarma) গত কয়েক বছর ধরে কংগ্রেসের ঘর ভাঙিয়ে শীর্ষ নেতাদের গেরুয়া শিবিরে নিয়ে এসেছেন। ফের কি ম্যাজিক দেখাবেন হিমন্ত?

এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৯ সালের কাছাকাছি ফল হতে পারে এনডিএ জোটের। ২০১৯ সালে অসমে ৯টি আসন পেয়েছিল এনডিএ জোট। সবকটি আসন জিতেছিল বিজেপিই। তাদের জোটসঙ্গী এজিপি ও বিপিএফ কোনও আসন পায়নি। ইউপিএ পেয়েছিল ৩টি আসন। সবকটি আসনই পেয়েছিল কংগ্রেস। অন্য দুটি আসন পেয়েছিল AIUDF ও এক নির্দল প্রার্থী।

কী বলছে এবারের সমীক্ষা? এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষা বলছে, এবার অসমে ১০ থেকে ১২টি আসন পেতে পারে রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এনডিএ জোট। I.N.D.I.A জোট পেতে পারে ২ থেকে ৪টি আসন। অর্থাৎ, ২০১৯ সালের ফলের চেয়ে খুব বেশি তারতম্য হবে না বলেই পূর্বাভাস এবিপি নিউজ়-সি ভোটার সমীক্ষায়।

আরও পড়ুন: Exit Poll Live: অন্য বুথফেরত সমীক্ষাতেও বাংলায় পাল্লা ভারী বিজেপির

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি সি ভোটার এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ভোটের পরে ১৮ ঊর্ধ্ব ভোটারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)    

  

Continues below advertisement
Sponsored Links by Taboola