যদিও কংগ্রেস লাগাতার অভিযোগ করছে, অভিনয়ের প্রতি দায়বদ্ধতা পূরণ করতে গিয়ে নিজের কেন্দ্রের প্রতি যথেষ্ট নজর, মনোযোগ দেননি রাওয়াল। রাওয়াল ট্যুইটে বলেন, মিডিয়া ও বন্ধুদের বলছি, আমার মনোনীত হওয়ার ব্যাপারে জল্পনা করবেন না। কয়েক মাস আগেই দলকে লোকসভা ভোটে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তবে আমি বিজেপির অনুগত সদস্য, নরেন্দ্র মোদির কট্টর সমর্থক, তা-ই থাকব। ২০১৪-র লোকসভা নির্বাচনে ৩.২৫ লাখেরভ বেশি ভোটে জয়ী হয়েছিলেন রাওয়াল। ভোটে লড়ছেন না, বিজেপির অনুগত সদস্য, কট্টর মোদি সমর্থকই থাকবেন, জানালেন অভিনেতা-এমপি পরেশ রাওয়াল
Web Desk, ABP Ananda | 23 Mar 2019 08:39 PM (IST)
আমদাবাদ: বলিউড অভিনেতা পূর্ব আমদাবাদ কেন্দ্রের সাংসদ পরেশ রাওয়াল ২০১৯ এর লোকসভা নির্বাচনে লড়ছেন না বলে জানালেন গুজরাত বিজেপির প্রধান জিতু ভাগানি। রাওয়াল নিজেও ইতিমধ্যে ট্যুইট করেন, কয়েক মাস আগেই দলকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, এপ্রিল-মে মাসের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ভাগানি শনিবার সাংবাদিকদের বলেন, পরেশ রাওয়ালজি দলকে জানিয়েছেন, ভোটে লড়বেন না। একজন ব্যস্ত অভিনেতা হওয়া সত্ত্বেও গত ৫ বছরে তিনি নিজের কেন্দ্রকে সময় দিয়েছেন। দলের জন্য তিনি কাজ করে যাবেন।