নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের জন্য ৩১ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিল বিজেপি-র রাজ্য শাখা। এই তালিকা নতুন করে তৈরি করা হয়েছে। এর আগে ২১ জন সম্ভাব্য প্রার্থীর যে তালিকা জমা দেওয়া হয়েছিল, সেটি খারিজ করে দেয় বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। সেই তালিকায় দলে সদ্য যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নাম ছিল না। তবে নয়া তালিকায় তাঁর নাম আছে। নয়াদিল্লি আসনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে গম্ভীর ছাড়াও রবীন্দ্র গুপ্ত ও সতীশ উপাধ্যায়ের নাম আছে।
কয়েকদিন আগেই বিজেপি-তে যোগ দিয়েছেন গম্ভীর। তিনি নয়াদিল্লি কেন্দ্রে প্রার্থী হবেন বলে জল্পনা চলছিল। তবে সম্ভাব্য প্রার্থীদের প্রথম তালিকায় তাঁর নাম ছিল না। বিজেপি সূত্রে খবর, দলের দিল্লি শাখার নেতারা কোনও তারকাকে প্রার্থী করতে চাইছিলেন না। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা। তাঁদের নির্দেশেই নতুন করে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে।
প্রথমে বাদ পড়ার পর দিল্লিতে বিজেপি-র সম্ভাব্য প্রার্থীদের নয়া তালিকায় জায়গা পেলেন গম্ভীর
Web Desk, ABP Ananda
Updated at:
27 Mar 2019 09:21 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -