আবির দত্ত, কলকাতা: পুরভোটের (Kolkata Municipal Election) আগে কলকাতায় বোমাবাজি। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের (Tanima Chatterjee) অভিযোগ, গতকাল রাতে বালিগঞ্জ প্লেসের (Ballygunge Place) অভিজাত এলাকায় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা পরপর ২টি বোমা ছোড়ে। বাইকে চড়ে ৩ জন দুষ্কৃতী এসেছিল বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukherjee) দাবি, নিজেরাই নিজেদের বাড়িতে বোমা ছুড়েছে। 


স্থানীয়রা রাস্তায় দুটি জায়গা সাদা রং দিয়ে নির্দিষ্ট করে দেন। স্থানীয়দের অভিযোগ, গত ৫০-৬০ বছরে এরকম বোমা বাজির ঘটনার ঘটেনি। তাঁদের দাবি সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম করে বোমাবাজি করা হয়েছে। তৃণমূল প্রার্থীর অবশ্য দাবি, যাঁদের বাড়ির সামনে এই ঘটনা তাঁরাই বোমা মেরেছে। নির্বাচনের আগে এরকম পরিস্থিতি তৈরি হবে কেন? তা নিয়েই উঠছে প্রশ্ন। 


৬৮ নম্বর ওয়ার্ডে, তৃণমূল প্রার্থী হিসেবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তিনি প্রচারেও নেমে পড়েন কিন্তু পরে তাঁর কাছ থেকে দলীয় প্রতীক ফেরত নিয়ে বিদায়ী কোঅর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়-কেই লড়তে বলে তৃণমূল। দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই। দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হওয়ায় চলতি মাসেই তনিমা চট্টোপাধ্যায়ের (Tanima Chatterjee) বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র (Nomination) প্রত্যাহার না করায় বহিষ্কারের সিদ্ধান্ত বলে জানায় তৃণমূল। 


পুরভোট বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, যাঁরা টিকিট পাননি, তাঁরা যদি অশান্তি করেন বা দলকে হারানোর চেষ্টা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর দলের নির্দেশ অমান্য করায় সচ্চিদানন্দ, তনিমাকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের। এরপরই ৮৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার জানান, "৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়।  দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন পর্যন্ত তাঁদের সুযোগ দেওয়া হয়েছিল। তাঁরা সেই সুযোগ করেননি। দল তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন।'' এই তালিকায় রয়েছেন ৭২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: আগামীকাল কলকাতায় পুরভোট, শহরজুড়ে নাকা চেকিং পুলিশের