নয়াদিল্লি: কখনও কখনও মানুষের ভাগ্য সহায়ক হয়ে ওঠে। আর এমনটা যে হবে, তা কেউ হয়ত আগাম কল্পনা করতে পারে না। আমেরিকার ভার্জিনিয়া স্টেটের বাসিন্দা এলভিন কোপল্যান্ড এমনই একজন। গত দুই দশকে এলভিনের ভাগ্য এক-আধবার নয়, দু-দুবার বদলেছে। আর দুইবারেই রাশি রাশি অর্থ জুটেছে তাঁর ভাগ্যে। আসলে এলভিন দুই দশকে ২ বার লটারি জ্যাকপট জিতে ফেলেছেন। এরমধ্যে সদ্যই তিনি ৭.৬ কোটি টাকার জ্যাকপট জিতেছেন। দেখে নেওয়া যাক এই ঘটনার বিস্তারিত।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এলভিন কোপল্যান্ড ভার্জিনিয়ার সাফোক শহরের বাসিন্দা। তাঁর নেশা হল লটারির টিকিট কাটা। আর তা করতে গিয়ে গত দুই দশকে দুইবার লটারি জিতেছেন তিনি। তিনি কিছুদিন আগে 7-Eleven Store থেকে লটারির একটি টিকিট কেটেছিলেন। ওর ড্র হয়েছিল চলতি বছরের গত ৪ ডিসেম্বর। এলভিন এই লটারির ড্র-এর জন্য শুরুতে যে পাঁচ নম্বর বেছে নিয়েছিলেন, তা একেবারে মিলে যায়। আর এর ফলে এলভিন কোপল্যান্ডের নামে ১ মিলিয়ন ডলার বা ৭.৬ কোটি টাকার লটারির পুরস্কার লেগে যায়।
লটারির ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই এলভিন কোপল্যান্ড লটারি কোম্পানির সদর দফতরে পৌঁছে যান। সেখানে তিনি লটারি প্রাপ্ত অর্থ নিতে পৌঁছে যায়। তাঁকে দেখে কোম্পানির লোকজনও অবাকই হয়ে যান। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এর আগেও একই কোম্পানির লটারির টিকিটে ১ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬ লক্ষ টাকা জিতেছিলেন। সময়টা ছিল ২০০২ সাল। সেই লটারির টিকিটও তিনি 7-Eleven Store থেকে কিনেছিলেন। লটারিতে এত অর্থ জেতার পরও লটারির টিকিট কাটার নেশা তাঁর যায়নি। আর সেই সূত্রেই আরও একবার লটারিতে জিতলেন তিনি।
কিছুদিন আগে আমেরিকাতেই এক ব্যক্তি ভুল করে একই লটারির দুটি টিকিট কেটে ফেলেছিলেন। আর সেই ভুলেই কপাল ফিরেছিল ওই ব্যক্তির। কোনও একটি লটারি জেতা এক জিনিস। আর দুটি অভিন্ন লটারির টিকিট কেনা এবং দুটিতেই জ্যাকপট জেতা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটি লটারির টিকিতে সবমিলিয়ে ওই ব্যক্তি ৫.৫ কোটি টাকা জিতে নিয়েছিলেন তিনি। আমেরিকা উত্তর ক্যারোলিনা প্রদেশের বাসিন্দা স্কটি টমাস নর্থ ক্যারোলিনা এই সাফল্য পেয়েছিলেন লটারিতে।