কলকাতা: ভোটে সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে কাল রাজভবনে কমিশনারকে (State Election Commissioner) তলব। কাল বিকেলে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের (Governor C.V Ananda Bose) । এর আগে ব্যস্ততার কারণ দেখিয়ে রাজভবনে যাননি রাজীব সিন্হা । কমিশনারের গরহাজিরায় ক্ষুব্ধ রাজভবন, প্রত্যাখ্যান করা হয় জয়েনিং রিপোর্ট । জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের পরে কমিশনের ভূমিকার কড়া সমালোচনায় রাজ্যপাল। প্রতিটি রক্তবিন্দুর হিসেব দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ । সংঘাতের আবহের মধ্যেই কাল ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব। 


আগেও তলব: গত ১৭ জুন জরুরি ভিত্তিতে আলোচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে (Rajiv Sinha) তলব করেন রাজ্যপাল। ১৬ জুন সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হিংসা রুখতে কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি। এরপরের দিনই দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে সেবার রাজভবনে যাননি রাজীব সিনহা। সূত্রের খবর, ফোনেই সে কথা জানিয়ে দেন রাজ্য নির্বাচন কমিশনার। 


কমিশনার-রাজ্যপাল সংঘাতের আবহেই প্রশ্ন উঠেছিল, এবার কি রাজ্য় নির্বাচন কমিশনারের পদ থেকে সরতে হবে রাজীব সিন্হাকে? রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার জয়েনিং রিপোর্ট নবান্নে ফেরতও পাঠান রাজ্যপাল। গত শনিবার রাজ্যপালের তলবে না আসাতেই, এই সিদ্ধান্ত বলে রাজভবন সূত্রে খবর। এ দিনই রাজ্য নির্বাচন কমিশনারকে তীব্র ভর্ৎসনা করে হাইকোর্টও। যদিও রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ইস্যুতে সরাসরি রাজীব সিন্হার পাশে দাঁড়ালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইলে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। ইমপিচমেন্ট ছাড়া তাঁকে সরানো যায় না। পাল্টা রাজ্যপালের মত, সুষ্ঠু ভোট করানোর জন্য কমিশনারকে নিয়োগ করলেও, তাঁর ভূমিকায় অসন্তুষ্ট সাধারণ মানুষ।             


রাজ্যপাল নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিন্হার নামে সম্মতি দিয়েছেন। এখন তিনি যদি নিয়োগপত্র বা জয়েনিং রিপোর্ট গ্রহণ নাও করেন, তাহলেও তাঁকে সরাতে গেল ইমপিচমেন্ট নিয়ে আসতে হবে। এ ছাড়া, নির্বাচন কমিশনার যদি নিজে পদত্যাগ করেন তাহলে হতে পারে। এ ছাড়া, এই মুহূর্তে রাজীব সিন্হাকে সরানোর আর কোনও উপায় নেই। মন্তব্য করেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। 


আরও পড়ুন: Benefits Of Avocado:হার্ট সুস্থ রাখতে বিশেষভাবে উপকারী অ্যাভোকাডো, রয়েছে আর উপকার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial