নয়াদিল্লি: জামিনে বেরিয়ে এসেই বিজেপি এবং কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর ৭৫ বছরে পা দিতে চলা নরেন্দ্র মোদি আর প্রধানমন্ত্রী হবেন না, আসলে তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করতে চলেছেন বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের সেই দাবিতে এবার প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। (Amit Shah)


শনিবার সাংবাদিক বৈঠক থেকে মোদি-শাহ এবং বিজেপি-কে আক্রমণ করেন কেজরিওয়াল। তাঁদের পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি সমর্থকদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, "আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? বিজেপি I.N.D.I.A জোটের প্রধানমন্ত্রী,তা জানতে অস্থির। আমি বিজেপি-কে প্রশ্ন করতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী কে? আগামী সেপ্টেম্বরে ৭৫ বছর বয়স হচ্ছে মোদির। উনিই নিয়ম করেছেন যে দলের সদস্যদের ৭৫ বছর বয়স হয়ে গেলে অবসর নিতে হবে। অর্থাৎ আগামী বছর অবসর নেবেন উনি। তাই বিজেপি-র কাছে জানতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী কে? মোদির গ্যারান্টি কে পূরণ করবেন? অমিত শাহ কি করবেন? ভোট দিতে যাওয়ার সময় মনে রাখবেন, মোদি নন, অমিত শাহের জন্য ভোট দিচ্ছেন।" (Arvind Kejriwal)


কেজরিওয়ালের এই দাবির জবাব দিয়েছেন শাহ। তাঁর বক্তব্য, "অরবিন্দ কেজরিওয়াল এবং I.N.D.I.A জোটকে একটা কথা জানিয়ে দিই, এমন কোনও নিয়মের কথা বিজেপি-র সংবিধানে লেখা নেইয প্রধানমন্ত্রী মোদি নিজের কার্যকালের মেয়াদ পূর্ণ করবেন এবং ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন।  এ নিয়ে বিজেপি-তে সন্দেহের কোনও অবকাশ নেই।" 


আরও পড়ুন: vArvind Kejriwal: 'ফের ক্ষমতায় এলে মমতাকে জেলে পুরবেন মোদি', বললেন কেজরিওয়াল


দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরিওয়াল। তিনি ক্লিনচিট পেয়ে গিয়েছেন বলে ভাবলে ভুল হবে বলেও মন্তব্য করেন শাহ। তাঁর বক্তব্য, "১ জুন পর্যন্ত শুধুমাত্র অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। ২ জুন তদন্তকারী সংস্থার সামনে আত্মসমর্প করতে হবে ওঁরে। অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিনকে ক্লিনচিট ভাবলে বুঝতে হবে ওঁর বোধবুদ্ধি অত্য়ন্ত কাঁচা।"


কেজরিওয়ালের দাবি খারিজ করে দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তাঁর বক্তব্য, 'এবার মোদিজির বয়সকে অজুহাত হিসেবে তুলে ধরতে চাইছে। বয়স নিয়ে এমন কোনও বিধি নেই বিজেপি-র সংবিধানের কোথাও। মোদিজি আমাদের নেতা এবং ভবিষ্যতেও তিনিই আমাদের পথ দেখাবেন'।


তবে শুধুমাত্র মোদির বয়স এবং শাহের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাই উস্কে দেননি কেজরিওয়াল। এবারের নির্বাচনে জিতে মোদি যদি ফের ক্ষমতায় আসেন, যোগী আদিত্যনাথের ডানা ছাঁটাও শুরু হবে বলে দাবি করেছেন তিনি। কেজরিওয়ালের দাবি, ঠিক যে ভাবে বিজেপি-তে লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশী, শিবরাজ সিংহের মতো জনপ্রিয় নেতাদের ডানা ছেঁটে দিয়েছেন মোদি, তৃতীয় বার ক্ষমতায় এলে দু'মাসের মধ্যে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী বদল করা হবে।