কলকাতা: চলছে লোকসভা ভোট (Loksabha Election 2024), বাংলার ভোটারদের কাছে আবেদন অমিত শাহর। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলায়। ভোটারদের কাছে দারিদ্র দূরীকরণ প্রকল্প নিশ্চিত করবে, অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে এবং মহিলাদের নিরাপত্তা দেবে এমন সরকার গঠনের জন্য ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 


প্রথমদফার ভোটে অশান্তির ছবি রাজ্যে। বাংলায় ৩ আসনে ভোটগ্রহণের মধ্যেই পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে অমিত শাহ লেখেন, 'এমন সরকার গঠনের জন্য ভোট দিন, যারা দারিদ্র দূরীকরণ প্রকল্পগুলি নিশ্চিত করবে। অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে, মহিলাদের ন্যায় বিচার ও নিরাপত্তা দেবে।' 


 





২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর গত সপ্তাহে রাজ্যে ভোটপ্রচারে আসেন অমিত শাহ। আর সেদিনই বঙ্গ বিজেপিকে নতুন জয়ের লক্ষ্যমাত্র বেঁধে দেন তিনি। ওই দিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে তিনি বলেন, “২০১৪-তে আমরা লড়েছিলাম। বাংলার মানুষ মাত্র দুটো সিট দিয়েছিলেন। ফের ২০১৯-এর ভোটে আপনারা ১৮টা সিট দিয়েছিলেন। ১৯-এ আপনারা ১৮ সিট দিয়েছিলেন, তাতে মোদি ৩০০-এর বেশি সিট নিয়ে প্রধানমন্ত্রী হন। এবার ২০২৪-এ আঠারো থেকে বাড়িয়ে তিরিশ করতে হবে এবং ৩৭০ পার করতে হবে।’’ 


এক বছর আগে অনুব্রতহীন বীরভূমে এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দলকে ৪২টি সিটের মধ্যে ৩৫টিতে জয়ের টার্গেট দিয়েছিলেন অমিত শাহ। অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে।  বঙ্গে এবার বিজেপির লক্ষ্যমাত্রা ৪২টি সিটের মধ্যে ৩০টিতে জয়।  গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “আমাদের ৭৭ আসনের সঙ্গে ৩৮ শতাংশ ভোট দিয়েছেন। ২০২৪-এর ভোটে বাকিটা দিয়ে দিন। বাংলায় ৩৫-এর থেকে বেশি আসন দিয়ে মোদিকে প্রধানমন্ত্রী বানান।’’ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটকেন্দ্রেই অসুস্থ, মাথাভাঙায় CRPF জওয়ানের অস্বাভাবিক মৃত্যু