কলকাতা: ভোটের প্রচারের সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Andhra Pradesh CM Jagan Reddy) লক্ষ্য করে পাথর হামলা, ফাটল কপাল। YSRCP প্রধান জগন্মোহন রেড্ডি বিজয়ওয়াড়ায় হুডখোলা বাসে দাঁড়িয়ে রোড শো করছিলেন। সেই সময় আচমকাই, জনসংযোগের সময় তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে কপাল ফেটে যায় YSRCP প্রধানের। চিকিৎসকদের তৎপরতায় রক্ত বন্ধ হলেও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাঁ চোখের উপর ক্ষত তৈরি হয়েছে বলে জানা গেছে। হামলার নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। এক্স হ্যান্ডলে পোস্ট করে জগন্মোহন রেড্ডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার সন্ধেয় বিজয়ওয়াড়ায় ভোটের প্রতারে একটি বাসযাত্রা করছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর জগনমোহন রেড্ডি। সেখানেই হঠাৎ একটি পাথরের আঘাতে জখম হন তিনি। YSR Congress-এর তরফে জানানো হয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ছোঁড়া পাথরে এমন হয়েছে। যার কারণে বড়সড় আঘাত লেগেছে জগনমোহন রেড্ডির। বাঁ চোখের উপরে আঘাত লেগেছিল। অল্পের জন্য বেঁচেছে চোখ। সূত্রের খবর কয়েকটি সেলাই পড়েছে সেখানে।
এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। অপরাধীকে শাস্তি দেওয়ার দাবিও করেছেন। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এবং ডিএমকে-এর প্রধান এমকে স্ট্যালিন।
জগনমোহন রেড্ডির দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাড়ি বন্ধক রেখে টাকা এনেছিলেন বাবা! সপ্তসিন্ধু জয়ের পথে আরও একধাপ এগোলেন সায়নী