আরামবাগ: সাল ২০১৪। মোদী ঝড়েও সেবার ৩ লাখেরও বেশি ভোট নিয়ে ‘সিপিএমের গড়’ হিসেবে বিখ্যাত আরামবাগ আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দার। ভোট পেয়েছিলেন প্রায় ৫৫ শতাংশ। পাঁচ বছরের মধ্যেই ছবিটা একেবারে পাল্টে গেল। বঙ্গে মোদি হাওয়ায় বামের ভোট গেল রামে। কমল তৃণমূলের ভোটও। আসন ধরে রাখলেও এই কেন্দ্রে কার্যত হারতে হারতেই জিতল রাজ্যের শাসক দল। অপরূপা পোদ্দার জিতলেন মাত্র ১ শতাংশ ভোটের ব্যাবধানে।
আরামবাগ কেন্দ্রে জোড়াফুলের ভোট ৫৪.৯৪ শতাংশ থেকে কমে শেষ পর্যন্ত দাঁড়াল ৪৪.২ শতাংশে। প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে বাম। ৩০ শতাংশ থেকে বামেদের ভোট এসে দাঁড়াল ৬.৮ শতাংশে। অন্যদিকে ৩০ শতাংশের ওপরে ভোট বাড়ল গেরুয়া শিবিরের। যদিও শেষ পর্যন্ত মাত্র ১ হাজার ১৪২ ভোট পেয়ে জিতলেন তৃণমূল প্রার্থীই। অপরূপা পোদ্দারের এবারের প্রাপ্ত ভোট ৬ লাখ ৪৯ হাজার ৯২৯। নিকটবর্তী প্রার্থী বিজেপির তপন রায় পেলেন ৬ লাখ ৪৮ হাজার ৭৮৭টি ভোট। সিপিএম প্রার্থী প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক পেলেন ১ লাখের কিছু বেশি ভোট।