নয়া দিল্লি: ভোটের আগে বড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।  আবগারি দুর্নীতির অভিযোগে, কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর প্রতিবাদে সরব হয়েছিলেব মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে'। গলা চড়িয়েছিলেন এজেন্সিগুলির কার্যকলাপের বিরুদ্ধেও। এবার কেজরিওয়ালের জামিনে আনন্দ-প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। 


এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, আমি খুবই খুশি অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আবহে তাঁর জামিন পাওয়া খুবই সহায়ক হবে। কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর  বাংলার মুখ্যমন্ত্রী লিখেছিলেন,'দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। আজ নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে যাচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে যাচ্ছেন ডেরেক ও নাদিমুল হক। দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সমবেদনা জানিয়েছি'। 


আবগারি দুর্নীতির অভিযোগে, ভোটের ঠিক আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে  ED। ভোট শুরুর ঠিক ২৮ দিন আগে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। তার আগে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়। তারপর দিল্লির মুখ্য়মন্ত্রীকেও গ্রেফতার করে ইডি।  এর প্রতিবাদে  নির্বাচন কমিশনে প্রতিবাদ জানান ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে যান ডেরেক ও'ব্রায়েন ও নাদিমুল হক'। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন , নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হচ্ছে । আর বিজেপির সঙ্গে হাত মেলালে সিবিআই/ইডি তদন্তে অভিযুক্তদেরও অসদাচরণ চালিয়ে যেতে দেওয়া হচ্ছে। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত। 


১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।  তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ৩ জুন আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। ২৫ মে দিল্লির ৭ আসনে লোকসভা নির্বাচন। জামিনে মুক্তি পাওয়ার পর প্রচার করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের প্রচারে কোনও নিষেধাজ্ঞা নেই আদালতের। তাই কেজরিওয়ালের এই সাময়িক স্বস্তিকে নির্বাচনের আবহে সহায়ক বলে বলে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 






আরও পড়ুন : 


 নেই বাড়ি, নেই আয়, হাতে মোটে ৩ হাজার, অবাক করবে BJP প্রার্থী রেখা পাত্রর সম্পত্তির হিসেব