নয়াদিল্লি: কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে ফের সঙ্ঘবদ্ধ ছবি বিরোধী জোট I.N.D.I.A-এর। 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশের ডাক দিয়ে দিল্লির রামলীলা ময়দানে মেগা সভা চলছে। সেখানেই 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশের মঞ্চ থেকে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী সুনীতা। তিনি বললেন, 'ভারতের মানুষ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রয়েছেন। তাঁকে সারা জীবনের জন্য জেলে আটকে রাখা যাবে না।' দিল্লি আবগারি মামলায় জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পড়ে শুনিয়েছেন তাঁর স্ত্রী। কী রয়েছে তাতে? 'আমি আপনাদের থেকে ভোট চাইছি না। ভোটে কাউকে হারানোর জন্যও বলছি না। আমি শুধু ১৪০ কোটি ভারতীয়কে বলছি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে।'
কেজরিওয়ালের গ্যারান্টি:
জেলে বন্দি থাকা অবস্থাতেই দেশবাসীর উদ্দেশে ৬টি প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল। সেগুলি পড়ে শোনান তাঁর স্ত্রী।
'১. সারা দেশে বিদ্যুতের ঘাটতি হবে না। ২. সারা দেশে গরিবদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ। ৩. প্রতিটি গ্রামে একটি ভালমানের স্কুল থাকবে যেখানে সমাজের সব স্তরের শিশুরা শিক্ষা পাবে। ৪. প্রতিটি গ্রামে একটি করে মহল্লা ক্লিনিক থাকবে এবং প্রতিটি জেলায় একটি করে সরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল থাকবে। ৫. স্বামীনাথন রিপোর্ট অনুযায়ী কৃষকরা ফসলের MSP পাবেন। ৬. দিল্লির বাসিন্দারা অনেকদিন ধরেই অবিচারের সম্মুখীন হচ্ছেন, আমরা এটা শেষ করব। পাঁচ বছরের মধ্যে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে।'
দিল্লি আবগারি মামলায় আর্থিক তছরূপের কারণে এখন ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। তারই আগে এই মামলায় গ্রেফতার হয়েছেন মণীশ শিশোদিয়া, সঞ্জয় সিংহ, সত্যেন্দ্র জৈন।
রামলীলা ময়দানে একসঙ্গে সভা করছেন ২৮টি বিরোধী দলের নেতা-নেত্রীরা। সমাবেশে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। উপস্থিত সনিয়া গাঁধী, রাহুল গাঁধী (Rahul Gandhi)।
রামলীলা ময়দানের ইন্ডিয়া র্যালিতে তৃণমূলের তরফে উপস্থিত রয়েছেন ডেরেক ও’ ব্রায়েন, সাগরিকা বসু। উপস্থিত তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, ভগবন্ত সিংহ মান, অখিলেশ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা-সহ একাধিক বিরোধী নেতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?