নয়াদিল্লি: আজ সোমবার মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ (Meghalaya and Nagaland Assembly Poll 2023)। দুই রাজ্যেই ৬০ টি বিধানসভা কেন্দ্র। মেঘালয়ে মোট ২১ লক্ষ ভোটার ৩৬৯ জন প্রার্থীর মধ্যে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি বেছে নেবেন। পাশাপাশি নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার আজ, ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন। ইতিমধ্যেই ছবি শেয়ার করেছে এএনআই সংবাদ সংস্থা।






 মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ


নাগাল্যান্ডে এবারও জোট করেই লড়াই করছে এনডিপিপি এবং বিজেপি। নাগাল্যান্ডে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। এবারে ভোটের প্রচারে এসেছিলেন মোদি , শাহ ও নাড্ডারা। অপরদিকে, মেঘালয়ে ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী কানরাড সাংমার দল এনপিপি। মেঘালয়ে এবার তারাই সরকার গঠন করবেন বলে ইতিমধ্যেই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 প্রসঙ্গত, শেষ দফার প্রচারে রাজাবালা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভা সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তৃতীয়বার মেঘালয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'তৃণমূলই একমাত্র মেঘালয়ে উন্নয়ন করতে পারবে। এই সরকারকে বদলে দিন।'


চিকিৎসার প্রসঙ্গও তুলে আনেন বাংলার মুখ্যমন্ত্রী। মেঘালয়ের সভা থেকে তিনি বলেন, 'এখন আপনাদের চিকিৎসা করতে হলে কলকাতা, গুয়াহাটি যেতে হয়। কেন মেঘালয়ে ভাল হাসপাতাল হবে না?' মমতার বক্তব্যে উঠে আসে সেদিন কেন্দ্রীয় দল পাঠানোর প্রসঙ্গও।  'বাংলায় কথায় কথায় সেন্ট্রাল টিম পাঠায়, অত্যাচার করে। মেঘালয়ের সীমান্তে সীমান্তে গুলি চালায়। কখনও মেঘালয়ে গুলি চালায়, কখনও দুর্নাম রটিয়ে দেয়।'


আরও দেখুন, মেঘালয় ও নাগাল্যান্ডে শুরু হল ভোটগ্রহণ, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা


গত সপ্তাহে শনিবার বিকাল চারটের সময় শেষ হয় নির্বাচনী প্রচার। নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ এখানে প্রবেশ না করতে পারে, সেজন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছে কমিশন। ২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা শেষ না হওয়া অবধি আন্তর্জাতিক সীমান্ত সিল থাকবে।