ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: যোগী আদিত্যনাথের সিউড়ি সভায় আসায় বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল। মঙ্গলবার সিউড়িতে ওই সভায় আসার কারণে মঙ্গলবার মধ্যরাতে সিউড়ি ২নং ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের গাংটে গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে আক্রমণ করে। এই ঘটনায় তিনজন আহত বিজেপি কর্মীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ,  যোগীর সভাতে যাওয়ার জন্য এই মারধর। কারণ মঙ্গলবার সকালে তৃণমূলের নেতার বলে দিয়ে ছিল যোগীর সভায় যেন কেউ না যায়।


সদ্য় গতকালই রাজ্যে এসে, হিংসার ইস্যুতে বাংলাকে দুষেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এরই মধ্যে বিজেপি কর্মীরদের উপর হামলার অভিযোগ উঠল। গতকাল যোগী বলেছিলেন ,'দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সালে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাংলা আজ উন্নয়ন থেকে দূরে সরে যাচ্ছে। সাতবছর আগে উত্তরপ্রদেশেরও একই অবস্থা ছিল। গত সাতবছরে উত্তরপ্রদেশে কোনও দাঙ্গা হয়নি, কারফিউ হয়নি। উত্তরপ্রদেশে নারী এবং ব্য়বসায়ী সবাই সুরক্ষিত। সরকারি প্রকল্পের সব সুবিধা সেখানে মানুষ পান। পশ্চিমবঙ্গকে হিন্দু বিহীন করার চেষ্টা চলছে। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস দুপক্ষই এই ষড়যন্ত্রে সামিল। অনুপ্রবেশকারীদের দিয়ে হিন্দুদের এখানে সংখ্যালঘু করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় কোনও প্রকল্পকে এরাজ্যে চালু করতেই দেওয়া হয় না। রামনবমী কিংবা দুর্গাপুজো কখনও উত্তরপ্রদেশে হিংসা হয় না। উত্তরপ্রদেশে এরকম করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হত। এমন শাস্তি দেওয়া হত যে সাত পুরুষ হিংসার কথা ভুলে যেত।'


আরও পড়ুন, তীব্র গরমে পুড়ছে বাংলা, কাকদ্বীপে প্রায় ১০০০ টি সরকারি গাছ কাটার অভিযোগ, গ্রেফতার ৬


যদিও যোগীর এই মন্তব্যের পর তীব্র আক্রমণ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 'এই উত্তেজনার ভাষণ বাংলার মানুষ মেনে নেবে না', পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'এই উত্তরপ্রদেশ উন্নাও, হাথরস, প্রয়াগরাজে কালিমালিপ্ত। যে উত্তরপ্রদেশ বারবার এই সাম্প্রদায়িক মেরুকরণের জন্য় শিরোনামে চলে এসেছে, যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলার অবনতির কথা আপনারা সবাই জানেন। যেখানে শুধুমাত্র ধর্ষণ করে খুন করা হয় না, মেয়েটির বাড়ির লোককেও হত্য়া করা হয়, যাতে ন্য়ায় বিচার চেয়ে কেউ পুলিশ বা আদালতের পথে না যায়। সেখানকার মুখ্য়মন্ত্রী এসে বাংলায় আইনশৃঙ্খলা শেখাবেন, আর নানারকম উত্তেজনার ভাষণ দিয়ে যাবেন, এটা কোনও অবস্থায় বাংলার মানুষ গ্রহণ করবে না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।