কলকাতা: লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। একে একে মুখ খুলেছেন অর্জুন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীররা। সেই আবহে বিতর্কে বাড়তি মাত্রা যোগ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে যেমন অসন্তোষ প্রকাশ করেছেন, তেমনই তৃণমূলের পুরনো নেতাদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্কের কথাও জানিয়েছেন বাবুন। (Babun Banerjee)
বুধবার এবিপি আনন্দের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেন বাবুন। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। তাহলে কি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি, প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বাবুন জানান, বিজেপি-র অনেকের সঙ্গেই ভাল সম্পর্ক তাঁর। নিয়মিত কথা হয় পিটি ঊষা, কল্যাণ চৌবে, অনুরাগ ঠাকুরদের সঙ্গে। তবে বিজেপি-তে যাওয়ার খবরে সত্যতা নেই। বরং অসুস্থ দাদার পাশে থাকতেই দিল্লিতে রয়েছেন বলে জানান। বাবুনের কথায়, "যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, দল ছাড়ব না।" (Lok Sabha Elections 2024)
কিন্তু দলের বিরুদ্ধে অসন্তোষ, অভিমানের কথা লুকোননি বাবুন। হাওড়াতে প্রসূনকে প্রার্থী করায় তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। বাবুনের দাবি, তাঁকে তো চূড়ান্ত অপমান করেইছেন প্রসূন, সাংসদ তহবিলের টাকাও খরচ করেননি ঠিক করে, হাওড়ার বাসিন্দাদের মধ্যে তাঁকে নিয়ে ক্ষোভ রয়েছে। আরও অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও প্রসূনকে কেন প্রার্থী করা হল, প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে আপত্তি জানালেও কাজ হয়নি বলে জানিয়েছেন।
আর প্রসূনের বিরোধিতা করতে গিয়েই পুরনো নেতাদের প্রতি বঞ্চনা হচ্ছে বলে সরব হয়েছেন বাবুন। তাঁর বক্তব্য, "প্রথম দিন থেকে যারা দলের পাশে ছিল, তাদের ভাল জায়গা দিলে আমি আরও খুশি হতাম। হাওড়ায় অনেক লোক ছিল, অরূপ রায়, কল্যাণ ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রানা চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, গৌতম চৌধুরীর মতো ভাল প্রার্থী ছিল। তাঁদের মধ্যে কাউকে বেছে নেওয়া যেত। আপত্তি থাকত না আমার। কারণ ওঁরা রাজনৈতিক লোকজন।"
মূলত প্রসূনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বাবুন। হাওড়ায় যোগ্য প্রার্থী থাকতে কেন তাঁকে প্রার্থী করল দল, প্রশ্ন তুলেছেন। এ নিয়ে দলকেও আপত্তির কথা জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন বাবুন। আগামী দিনে হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে দলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।