কলকাতা: এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) বালুরঘাট লোকসভা (Balurghat vote result) আসন ধরে রাখল বিজেপি। এই আসনে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে ১৫ হাজার ৫২১ ভোটে হারালেন এখানকার বিজেপি প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  


বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার পেয়েছেন ৫ লক্ষ ৪০ হাজার ৪৩ ভোট। বিপ্লব মিত্রকে হারিয়েছেন ১৫৫২১ ভোটে। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র পেয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৫২২ টি ভোট। এই আসনে তৃতীয় স্থানে রয়েছেন আরএসপির জয়দেব কুমার সিদ্ধান্ত। তিনি পেয়েছেন ৫২ হাজার ৩৬১ ভোট। 


এই আসনে এবার ছিল হেভিওয়েট লড়াই। একদিকে বিজেপির রাজ্য সভাপতি এবং বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অন্যদিকে রাজ্যের মন্ত্রী এবং জেলার পুরনো তৃণমূল নেতা বিপ্লব মিত্র। বালুরঘাটের ভূমিপত্র বিপ্লব মিত্র। তাঁর উপরে ভরসা রেখেছিল তৃণমূল। প্রচার থেকে ভোটগ্রহণ- সবসময়েই লড়াই ছিল হাইভোল্টেজ। গতবার এই আসন থেকেই জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। 


এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা- ইটাহার, কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।


যদিও এই কেন্দ্রে জয় সহজ হয়নি বিজেপির জন্য। গণনার শুরুর পর থেকে দীর্ঘ সময় ধরে এই আসনে পিছিয়ে ছিলেন সুকান্ত মজুমদার। ব্য়বধান খুব বেশি না হলেও লাগাতার পিছিয়ে ছিলেন তিনি। তার মাঝেই সুকান্ত মজুমদার অবশ্য জয়ের আশার কথা জানিয়েছিলেন। বেশ কিছু রাউন্ড এগোলে তিনি এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। কিছু সময় এগোতেই দেখা যায় তিনি এগিয়ে গিয়েছেন। প্রথম চার হাজার ভোট, তারপর ধীরে ধীরে ব্য়বধান বাড়িয়ে ১৫ হাজারে সামান্যে বেশি ভোট দাঁড়ায় তাঁর মার্জিন। যদিও ভোট গণনা নিয়ে বারবার ঝামেলা হয়েছে। সন্ধেতেও গণনা নিয়ে ঝামেলা হয়। 


আরও পড়ুন: রামভূমি অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে BJP, এগিয়ে সপা