বনগাঁ: নাগরিকত্ব আইন না লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি বনাম তৃণমূলের দ্বন্দ্বের মাঝে বনগাঁয় শেষ হাসি হাসলেন বিজেপির শান্তনু ঠাকুর। শেষ খবর পর্যন্ত তিনি ৪১ হাজার ৭৯৫ ভোটে এগিয়ে ছিলেন।
বনগাঁ বরাবরই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ । একদা সেখানে লালের আধিক্য থাকলেও আজ সে সব অতীত । বনগাঁয় এবার বিজেপি বনাম প্রাক্তন বিজেপি৷
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্কের গুরুত্ব আরও বেড়েছে। বিজেপির ঘাঁটি বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে আছে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, কল্যাণী ও হরিণঘাটা।
২০০৯-এর আসন পুনর্বিন্যাসে বারাসত লোকসভা ভেঙে তৈরি হয়েছিল এই কেন্দ্র।
বনগাঁ আসন থেকে প্রথম অ-তৃণমূল সাংসদ হন শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হওয়া বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল ৷ নাগরিকত্ব চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু ঠাকুর, অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা রাখছেন বিশ্বজিৎ ৷
২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী করে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির আরও এক গুরুত্বপূর্ণ সদস্য শান্তনু ঠাকুরকে। একদিকে তৃণমূলের মমতাবালা ঠাকুর, অন্যদিকে বিজেপির শান্তনু ঠাকুর। ভোটে মমতাবালা ঠাকুরকে এক লাখেরও বেশি ভোটে হারিয়ে বনগাঁর সাংসদ হন শান্তনু ঠাকুর। তিনি পান ৬ লাখ ৮৭ হাজার ভোট। মমতাবালা ঠাকুর পেয়েছিলেন ৫ লাখ ৭৬ হাজার ভোট।
এবারও লড়াই মূলত দ্বিমুখী। তৃণমূল বনাম বিজেপি। তবে এবার আর মমতাবালাকে প্রার্থী করেনি তৃণমূল। সম্প্রতি মমতাবালাকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল। আর বিজেপির শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার তৃণমূলের বাজি বিশ্বজিৎ দাস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে