নয়াদিল্লি: কংগ্রেস-আপ জোট, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি--কোনও কিছুই রাজধানীর (Delhi Election 2024) বিজেপি-বিরোধিতার পালে হাওয়া তুলতে পারল না? এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে দিল্লির সবকটি লোকসভা আসনেই এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।


বিশদ...
নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছেন আপের সোমনাথ ভারতী। কংগ্রস প্রার্থী কানহাইয়া কুমারকে পিছনে ফেলে দিল্লি উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে  ১ লক্ষ ৯ হাজার ১৩০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি। দিল্লি উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের উদিত রাজকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন যোগেন্দ্র চান্দোলিয়া। বাকি ৪ আসনেও এক ছবি। তা হলে কি এবারের ভোটে বিজেপির উপরই আস্থা রাখছেন দিল্লিবাসী? কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট--সব কিছুই কি ফিকে এখানে? আপাতত সে দিকেই স্পষ্ট ইঙ্গিত। যদিও, ভোটগণনা শেষ হতে এখনও বেশ খানিকটা সময় বাকি।


আর যা...
সকালে, গণনা শুরুর পর থেকেই দেখা গিয়েছে, 'এনডিএ' জোটকে একেবারে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে 'ইন্ডিয়া' ব্লক। এক্সিট পোলগুলির পূর্বাভাস কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। এখন যা ট্রেন্ডে, 'এনডিএ' ২৯৭টি এবং 'ইন্ডিয়া' ২২৯টি আসনে এগিয়ে। আখেরে কারা সরকারে আসতে চলেছে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে নানা মহলে। রাজধানীর অন্দরমহলে খবর, সরকার গঠনের জন্য় তলে তলে তৎপরতা শুরু করেছে 'ইন্ডিয়া' ব্লকের এক শরিকদল। নরেন্দ্র মোদির বিজেপিকেও যে ধাক্কা দেওয়া যায়, সেই বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে এই বারের ভোটে। সরকার-গঠন কে করে, সেটার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। 


বঙ্গের ছবি...
এই রাজ্যের ৪২টি আসনের সিংহভাগ ঝুলিতে পুরেছে তৃণমূল। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে যে ভাবে তারা সরব হয়েছিল, তাতে আখেরে সিলমোহর দিয়েছেন মানুষ। সিলমোহর পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। ২০১৯ সালের লোকসভা ভোটে যেখানে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছিল বিজেপি, সেখানে এবার দুই দলের পারফরম্যান্সের মধ্যে ফারাকটি চোখে পড়ার মতো। দিলীপ ঘোষের মতো বিজেপির হেভিওয়েট প্রার্থী বর্ধমান-দুর্গাপুরে হেরে গিয়েছেন তৃণমূলের কীর্তি আজাদের কাছে। আসানসোলেও উড়েছে সবুজ আবির, জিতেছেন শত্রুঘ্ন সিনহা। এখনও পর্যন্ত যা খবর, তাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৬ লক্ষ ৯৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 


 


আরও পড়ুন:উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি