বাঁকুড়া : সরগরম বাঁকুড়া কেন্দ্র। লিড দিতে পারলেই এলাকায় বেশি কাজের প্রতিশ্রুতি। দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতির ঘোষণা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। 'যে এলাকা লিড বেশি দেবে সেই এলাকার জন্য বরাদ্দ বেশি হবে, সঙ্গে থাকবে বাড়তি ইনসেনটিভ।' বিজেপি প্রার্থীর এই মন্তব্য় ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে জানিয়েছে তৃণমূল। যদিও বিতর্কের মুখে নিজের বক্তব্য় নিয়ে সাফাই দিয়েছেন সুভাষ সরকার। সোমবার বিকেলে বাঁকুড়ার পুয়াবাগানে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে সুভাষ সরকার বলেন, যে এলাকায় বেশি লিড দেবে সেই এলাকার জন্য় বরাদ্দ বেশি হবে। ভাল কাজ করলে ইনসেনটিভ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
এ প্রসঙ্গে সাফাই দিয়ে বিজেপি প্রার্থী বলেন, "যারা যত বেশি লিড দেবে, তাদের কাছে স্থানীয় উন্নয়নের অর্থ বরাদ্দ বেশি হবে। কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রযোজন। যেমন- যেখানে বিজেপির শাসন কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে, যেমন- পশ্চিমবঙ্গে অঢেল টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা জারি থাকবে। এটা বলা হয়েছে, শুধু কর্মীদের মনোবল চাঙা করতে নয়, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ-ভোটারদের কাছেও একটা বার্তা যাবে।"
এনিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। তৃণমূলের তরফে বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "ভোটের আগে কোনো প্রতিশ্রুতি দেওয়া যায় না। বিজেপির সমর্থকদের সঙ্গে ভাল ব্যবহার করেননি সুভাষ সরকার। ভোটের সময় ভোট নিয়েছেন, পরে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। কর্মীরা ওঁর প্রতি ক্ষিপ্ত। তাই যদি করেন তাহলে ২৫ কোটি টাকা যে ফান্ডে ছিল সেই টাকাটাই তো খরচ করতে পারেননি। হিসাবও দিতে পারছেন না। ভোটের জন্য লোককে টোপ দিচ্ছেন। লোককে প্রলোভন দেখাচ্ছেন। এটা করতে পারেন না কোনো প্রার্থী। আমিও পারি না। আপনি আমাকে ভোট দিলে আপনাকে অট্টালিকা করে দেবে এটা বলা যায় না।"
এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। আর এবার তাঁর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে সুজাতা মণ্ডলকে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন ; এবার রাজনীতির ময়দানে সম্মুখ সমরে, বিষ্ণুপুরে সৌমিত্রর বিরুদ্ধে প্রার্থী প্রাক্তন স্ত্রী সুজাতা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে