বিশ্বজিৎ দাস, ডেবরা (পশ্চিম মেদিনীপুর) : রাজ্যের আরও একটি কেন্দ্রে তারকা প্রার্থীর লড়াই। ঘাটাল। প্রচারেও সেইমতোই বাড়ছে ঝাঁঝ। এবার প্রচারে বেরিয়ে ঘাটালের বিদায়ী সাংসদ দেব (Dev) ওরফে দীপক অধিকারীকে নিশানা করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (Hiran Chattaerjee)। তিনি অভিযোগ করে বলেন, 'মানুষের সঙ্গে দেবের যোগ নেই ।'


এদিন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। পরে বক্তব্য রাখার সময় দেবের বিরুদ্ধে সুর চড়ান। হিরণ বলেন, 'উনি বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন। মানুষ তাঁর কাছে পৌঁছতে পারছে না। বিশাল গাড়ির ছাদ খুলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তিনি মানুষকে টা টা বাই বাই করছেন। আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। অনেক কম কর্মী নিয়ে আমরা ঘুরছি। যাতে মানুষ আমাদের কাছে আসতে পারেন। মানুষ কাতারে কাতারে আসছেন। তাঁরা একটাই কথা বলছেন, ১০ বছর ধরে অনেক মিথ্যে কথা শুনেছি। এখন চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে। মিটিংয়ে না গেলে টাকা পাবি না, কাজ পাবি না। এটাই ওঁদের সঙ্গে আমাদের প্রচারের পার্থক্য।'


গতকালই রাজীব কুমারকে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তারপর অন্তর্বর্তী ডিজিপির দায়িত্বে আসেন বিবেক সহায়। কমিশনের নির্দেশ অনুযায়ী ৩ আইপিএসের নাম পাঠায় রাজ্য সরকার। বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমারের নাম প্রস্তাব করে রাজ্য। অবশেষে ডিজিপি পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করে কমিশন। ডিজির অপসারণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিরণ বলেন, 'যে ডিজি 'আমাদের মা' মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারেন না, সন্দেশখালির মা-বোনেদের রক্ষা করতে পারেন না, তাঁর অপসারণে মঙ্গল হয়েছে। কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেয় ডিজির বাহিনী। সেই বাহিনী মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে ব্যর্থ। মুখ্যমন্ত্রী জখম হওয়ার পর তাঁর রক্ত মোছানো হল না, ডেটল লাগানো হল না, অ্যাম্বুলেন্স পাওয়া গেল না। এমনকী হাসপাতালে বেডেও রক্ত বন্ধ করা গেল না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির অভিসন্ধি ছিল। এছাড়া ডিজির বিরুদ্ধে অনেক কেস রয়েছে। এইরকম একজন দাগী আসামিকে ডিজি করাটাই ছিল ক্রিমিনাল অফেন্স।'


এছাড়াও ডেবরার বড়াম এলাকায় শনি কালীমন্দিরে পুজো দিয়ে ধুবনি এলাকায় জনসংযোগ করলেন হিরণময় চট্টোপাধ্যায়। দুপুরে ডেবরাতেই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন অনুষ্ঠানে পৌঁছে অন্য ভক্তদের সঙ্গে মাটিতে বসে অন্নভোগ গ্রহণ করেন তিনি।


আরও পড়ুন ; 'দিদির প্রস্তাবে, ঘাটালবাসীর কথা ভেবে, ভোটে দাঁড়ালাম..', নির্বাচনী প্রচারে দেব


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে