কলকাতা: হোলি খেলার মতো করেই হয় এই খেলা। কিন্তু তা সত্ত্বেও যেন ঠিক হোলি নয়। কারণ এখানে রংবেরং-এর আবির নেই। খেলার জন্য যারা জড়ো হন, তাদের হাতে আবিরের বদলে থাকে ছাই। অর্থাৎ ভস্ম। ভস্ম দিয়েই হোলি খেলার চল। প্রতি বছর হোলি এলেই বারাণসীর মণিকর্ণিকা ঘাট মেতে ওঠে এই বিশেষ রং খেলায়। যে খেলায় রং হল চিতার ছাই! ছাই মাখিয়ে দেন একে অপরকে। উদযাপন করেন এক বিশেষ হোলি। যার নাম মশান হোলি। 


মশান হোলির অর্থ


মশান শব্দটির সঙ্গে বাংলাভাষায় আরেকটি শব্দ জড়িয়ে রয়েছে। সেই শব্দটি মশানের আগে বসে - শশ্মান। শশ্মানমশান যুক্তভাবে ব্যবহার করা হয় বাংলায়। আর হবে নাই বা কেন। মশান শব্দের অর্থও যে আদতে শশ্মানই। বারানসীর মণিকর্ণিকা ঘাটের হোলি খেলার নাম মশান হোলি। এমন নাম হওয়ার অবশ্য কারণ রয়েছে। ছাই সেই কারণের এই হোলি খেলার একটি অন্যতম সূচক। রঙ্গভরী একাদশীর দিন এই হোলি খেলা হয়। 


মশান হোলির দিনক্ষণ


মশান হোলি রঙ্গভরী একাদশীর দিন খেলা হয়। হোলির আগে এই একাদশী অনুষ্ঠিত হয় বলে এমন নাম। এই দিনটি চলতি বছর ২০ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে। অনেকে এই দিনটিকে আমলকী একাদশীও বলে থাকেন। 


মশান হোলির পৌরাণিক সূত্র


মশান হোলির এই বিশেষ ঐতিহ্য এসেছে দেবাদিদেব মহাদেবের কাহিনি থেকে। ত্রিলোকেশ্বর শশ্মানচারীর অন্যতম প্রিয় উপাদান হল মশান অর্থাৎ ছাই। তাই রঙের বদলে ছাই দিয়ে এই হোলি উদযাপন করা হয়। কথিত রয়েছে, রঙ্গভরী একাদশীর দুই দিন পরে ভোলানাথ মনিকর্ণিকা ঘাটে নন্দীভৃঙ্গীসমেত তাঁর গণ অর্থাৎ অনুচরদের নিয়ে হাজির হন। সেখানে ভক্তদের ডাকে সারা দেন মহাদেব। তাদের আশীর্বাদ করে তাদের সঙ্গে হোলি খেলায় মেতে ওঠেন ত্রিলোকেশ্বর। সেই খেলাতেই ছাইয়ের ব্যবহার হয়েছিল। আর সেই থেকেই ছাই দিয়ে এই খেলার রীতি রয়েছে।


অন্য় আরেক সূত্র অনুযায়ী কথিত রয়েছে, বিবাহের আগে শিব-পার্বতী দেবদেবীদের সঙ্গে হোলি খেলেছিলেন। রঙ্গভরী একাদশীর দিনই সেই খেলা হয়। কিন্তু সেই খেলায় উপস্থিত ছিলেন না মহাদেবের অনুচর অর্থাৎ ভূত প্রেতাত্মারা। তাই এর পর দিন তিনি মনিকর্ণিকা ঘাটে চলে আসেন। সেখানে হোলি খেলেন। সেই থেকেই হোলিটির নাম মশান হোলি।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগের আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুুন - Heatwave Tips: পারদ চড়লেই শুরু তাপপ্রবাহ, শরীর সুস্থ রাখতে খেয়াল রাখুন ৬ টিপস