কলকাতা: বাঁকুড়ায় উড়ল সবুজ আবির। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে লোকসভা নির্বাচনে জয় তৃণমূলের  (Bankura Loksabha Election Result 2024)। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী অরূপ চক্রবর্তী। পদ্ম ফুলকে তুলে ফুটল ঘাসফুল। ৬ লক্ষ ৪১ হাজার ৮১৩ ভোটে জিতেছেন অরূপ চক্রবর্তী। ৩২ হাজার ৭৭৮ ভোটে বিজেপির সুভাষ সরকারকে পরাজিত করেছেন তিনি। 


একনজরে নির্বাচন পর্ব: ভোটের দিন শালতোড়ায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিজেপি প্রার্থীকে ঝনকা গ্রামের বাসিন্দারা প্রশ্ন করেন, ৫ বছরে দেখা যায়নি কেন, গ্রামে জল নেই, কী করেছেন। পাল্টা বিজেপি প্রার্থী বলেন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে জল চাও। এরপর পাশের একটি বুথে গিয়েও লাইনে দাঁড়ানো এক ভোটারের প্রশ্নের মুখে পড়েন সুভাষ সরকার। মুনমুন সেনকে কতবার দেখা গিয়েছিল বলে পাল্টা প্রশ্ন করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। ওই দিন বাঁকুড়া শহরের লোকপুর হাইস্কুলের ২৫২ নম্বর বুথে ভোট শুরুর ২ ঘণ্টা পর দেখা যায় বুথের মধ্যে পোলিং এজেন্টের শার্টে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নাম লেখা স্টিকার। ক্যামেরায় ধরা পড়তেই তড়িঘড়ি স্টিকার খুলে ফেলেন তৃণমূলের এজেন্ট। বিজেপির এজেন্টও সুভাষ সরকারের নাম লেখা স্টিকার পরেছিলেন বলে অভিযোগ করেন তৃণমূল পোলিং এজেন্টের। মক পোলের সময় খুলে ফেলতে বলা হয়েছিল বলে দায় এড়ান প্রিসাইডিং অফিসার।


ফিরে দেখা ২০১৯ সালের লোকসভা নির্বাচন: বাঁকুড়া, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর ও তালডাংরা এই সাত বিধানসভা কেন্দ্র রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রে ভোট ছিল ২৫ মে ষষ্ঠ দফায়। এক সময় বামেদের দুর্গ বলে পরিচিত ছিল বাঁকুড়া। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত বামেদের দখলেই ছিল এই লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের সাংসদ ছিলেন বাসুদেব আচারিয়া। ২০১৪ সালে বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান তিনি। ২০১৯ সালে এই কেন্দ্রে ওড়ে গেরুয়া আবির। বিজেপি প্রার্থী সুভাষ সরকার জিতেছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে।


এই লোকসভা নির্বাচন পর্বে বাঁকুড়া (Bankura) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty) বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। মিথ্যা প্রচারের অভিযোগে, জোড়া মামলা দায়ের করলেন দায়ের করেন সুভাষ সরকার। বিজেপি প্রার্থীকে বিদ্যুৎ চুরি কেসের আসামি বলে অভিযোগ করেছিলেন অরূপ। একশো কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election Result 2024: বাংলায় ফের সবুজ ঝড়, পারফরম্যান্সে চমক মহিলা ব্রিগেডের