ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় এবার বরানগর বিধানসভায় উপনির্বাচন হচ্ছে।  এই কেন্দ্রে বিজেপির প্রার্থী সজল ঘোষ । তাপস রায় বিজেপিতে যোগ না দিলে সজল ঘোষকেই বিজেপি কলকাতা উত্তর থেকে প্রার্থী করত বলে ছিল জল্পনা। কিন্তু তাপস রায়ের দল বদলে অনেকটাই বদলে গিয়েছে ছবিটা। বরানগর থেকে বিধানসভার আসন জিততে আত্মবিশ্বাসী  বউবাজারের বাসিন্দা সজল ঘোষ। দল তাঁকে টিকিট দেওয়ার পর থেকেই বরানগরে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। পৌঁছচ্ছেন ঘরে ঘরে। এরই মধ্যে বুধবার ডানলপে উপনির্বাচনের প্রচারে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন সজল।     


ঘটনাটি ঘটেছে ডানলপের একটি চায়ের দোকানের কাছে।  সেখানে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর  শান্তনু মজুমদার। তাঁর সঙ্গেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সজল ঘোষ। বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের। শান্তনু বলেন,'তাপস রায়কে গিয়ে আমার কথা বলবেন,... আমার দমে হয়েছে। কপালে যতই পরো ধর্মের টিকা, বরানগর জিতবে সায়ন্তিকা... চলে যান'। কাউন্সিলরের দাবি ও বাচনভঙ্গিমাতেই রেগে যান সজল। 

কেন তর্কাতর্কি ?


এদিন বরানগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন সজল ঘোষ। ডানলপের একটি চায়ের দোকানে বসেছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন বলে দাবি করেন ওই তৃণমূল কাউন্সিলর । তা শুনেই খেপে যান বিজেপি প্রার্থী।  প্রতিবাদ জানান সজল ঘোষ। এরপরই দু’জনের মধ্যে বাগ্‍‍বিতণ্ডা শুরু হয়ে যায়। 


অযোধ্যায় উদ্বোধনের প্রাক্কালে গতবছর দুর্গাপুজোয় সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারে নজর কেড়েছিল রামমন্দিরের আদলে মণ্ডপ। যে পুজোর উদ্বোধন করেছিলেন খোদ অমিত শাহ, জেপি নাড্ডা। এরপর থেকেই লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির প্রার্থী হিসেবে সজল ঘোষের নাম উঠে আসছিল। কিন্তু, সেই জল্পনা ভেস্তে যায় ৪ মার্চ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক ও সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর তাঁকেই কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি।  তাপসের ফেলে যাওয়া আসনে এবার বিজেপির বাজি ধরে সজল ঘোষকে প্রার্থী করে।  ছাত্র রাজনীতি থেকে উঠে এসে, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতা পুরসভার ডাকাবুকো কাউন্সিলর সজল ঘোষের উপরই ভরসা রাখে বিজেপি। এখন দলের সেই ভরসা তাপস রাখতে পারেন কিনা, তাপসের ছেড়ে যাওয়া আসনটিকে পদ্ম ফোটাতে পারেন কি না, সেটাই দেখার। 


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।