কলকাতা : বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে সরব হলেন তাপস রায়। নিলেন শপথও। শুধু তা-ই নয়, বিজেপিতে যোগ দিয়েই অধিকারী পরিবারের সঙ্গে তাঁর সখ্যের কথাও তুলে ধরলেন রাজ্য রাজনীতিতে বর্ষীয়ান এই রাজনীতিক।


লোকসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল। তৃণমূলের প্রতি নিজের ক্ষোভ বিক্ষোভ নিয়ে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির ইনচার্জ মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে আজ গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। তাঁক পুষ্পস্তবক দিয়ে দলে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করলেন বরানগরের বিধায়ক। 


তাপস রায় বলেন, "বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার। উত্তম সর্দার, শিবু হাজরাদের সরকার। যে সরকার সংবিধান, আইন-কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্টের রায়-নির্দেশ মানে না। সুপ্রিম কোর্টের নির্দেশ-রায় মানে না। পশ্চিমবঙ্গ থেকে এইসব অমানবিক জলদস্যুদের যাতে... আগামীদিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজ আমি শপথ নিয়ে বিজেপিতে যোগদান করলাম। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেই দায়িত্বই পালন করব। বিগত দিনে আমি যেভাবে সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট রাজনীতি করেছি, সেইসবই আগামীদিনেই বিজেপির প্রতি থাকবে। একশো শতাংশ অনুগত থাকব বিজেপি নেতৃত্বের প্রতি। "


এরপরই অধিকারী পরিবারের সঙ্গে তাঁর সখ্যের কথা বলতে গিয়ে তাপস রায় বলেন, "অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের। একটা সময়ে আমার অধিকারী পরিবারে ভীষণ যাতায়াত ছিল। থেকেছি, খেয়েছি, ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি দীর্ঘ বহু বছর ধরে। একটু আগে দিব্যেন্দুর ফোন এসেছিল। আমি শিশিরদা-র কথা জিজ্ঞাসা করলাম। বলল, বাবা এখন ঘুমাচ্ছেন। যখন যেটা করেছি অনুগত থেকেছি। একশো শতাংশ অনুগত থাকব বিজেপি নেতৃত্বের প্রতি।"


লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছেন তাপস রায়। দিনকয়েক আগে বিধায়ক পদ ও তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে রয়ে গিয়েছে কিছু পদ্ধতিগত ত্রুটি। এদিন তা জানালেন বিধানসভার অধ্যক্ষ। তাই তাঁকে আবার নতুন করে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন ; বিজেপিতে যোগ দিলেন তাপস রায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে