ষষ্ঠ দফায় সকাল ১১ টা পর্যন্ত ভোটের হার ৩৮.৩ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2016 06:08 AM (IST)
কলকাতা: ষষ্ঠ দফায় আজ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির ৫৩টি আসনে ভোট।শহরের যে চারটি আসনে ভোট, সেগুলি হল কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। ভোট দক্ষিণ ২৪ পরগনার ৩১টি ও হুগলির ১৮টি আসনেও। সকাল ৯ টা পর্যন্ত ভোটদানের হার দক্ষিণ কলকাতা ১৫.৬৪ শতাংশ হুগলি ২০.১ শতাংশ দ: ২৪ পরগনা ২০.০৪ শতাংশ গড় হার ১৯.৬৪ সকাল ১১ টা পর্যন্ত ভোটদানের হার দক্ষিণ কলকাতা ৩২.৫৮ দক্ষিণ ২৪ পরগনা ৩৯.৮১ হুগলি ৩৬.৯৭ গড় হার ৩৮.৩