হুগলি: # আরামবাগে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল সিপিএম কর্মীর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আজ সকালে পুইন প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাচ্ছিলেন ওই সিপিএম কর্মী। বাড়ি থেকে বেরোতেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় ওই সিপিএম কর্মীকে উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে শাসক দলের প্রতিক্রিয়া মেলেনি।
# পাণ্ডুয়া কেন্দ্রের অন্তর্গত শশীভূষণ হাইস্কুল ও সুলতানিয়া হাই মাদ্রাসা বুথে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থী রহিম নবির বিরুদ্ধে।
# খানাকুল বিধানসভার মোক্তাবগ্রামের ৩৮ নম্বর বুথে ৫০ জন মহিলা ভোটারকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ৮০ বছরের এক মহিলা ভোটারকেও ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল।
# বীরভূমের ছায়া চাঁপদানিতে। শ্রীরামপুর বেল্টিং বাজারে তৃণমূলের ক্যাম্প অফিসে ভোটারদের জন্য গুড়-বাতাসা সহযোগে জলযোগের ব্যবস্থা। তৃণমূলকর্মীর বক্তব্য, এ হল প্রাণের গুড়-বাতাসা!
# গোঘাটের বরাশোলে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারককে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, ছাপ্পা ভোট দেওয়ার জন্য জডো হয় তৃণমূলকর্মীরা। কেন্দ্রীয় বাহিনী তাড়া করলে উত্তেজনা তৈরি হয়। ফরওয়ার্ড ব্লক প্রার্থী ঘটনাস্থলে গেলে, তাঁর ওপর তৃণমূলকর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় ৫ তৃণমূলকর্মীকে আটক করেছে পুলি
# হরিপালের কৃষ্ণবল্লমবাটির ৯০ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা। অভিযোগের তির তৃণমূলের দিকে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।
# খানাকুল বিধানসভা কেন্দ্রের ঘোষপুরের ৪০ নম্বর বুথে সিপিএম পোলিং এজেন্টকে হুমকি, বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আরামবাগে মারে মাথা ফাটল সিপিএম কর্মীর, চাঁপদানিতে জলযোগের ব্যবস্থা তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2016 03:39 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -