হাওড়া: মঞ্চে তখন হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর সামনেই হাতাহাতিতে জড়াল বিজেপি-র দুই গোষ্ঠী! ভাঙচুর সভাস্থলে।
রবিবার সকাল ১০টা। গোলাবাড়ির শ্যাম গার্ডেনে তখন কর্মিসভা করছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। মঞ্চে বিজেপি নেতা বিবেক সোনকার। তাঁকে দেখেই ক্ষোভ উগড়ে দেন দলেরই নেতা উমেশ রায়। দলবিরোধী কাজের অভিযোগে বিবেক সোনকারকে বিজেপি বহিষ্কার করার পর কীভাবে তিনি দলীয় প্রার্থীর সঙ্গে এক মঞ্চে? তা নিয়ে আপত্তি করেন উমেশ রায়।
এরপর রূপা গঙ্গোপাধ্যায়ের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিবেক সোনকার ও উমেশ রায়ের অনুগামীরা। সভাস্থলে চলে ব্যাপক ভাঙচুর। সংঘর্ষে আহত হন বিজেপি নেতা বিবেক সোনকার-সহ দু’পক্ষের মোট ৭ জন। যা দেখে হতাশার সুর রূপার গলাতেও। উমেশ রায়ের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন আহত বিজেপি নেতা বিবেক সোনকার।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন উমেশ রায় ও তাঁর শ’দেড়েক অনুগামী। উমেশ রায়ের দাবি, তাঁর স্ত্রী তথা হাওড়ার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গীতা রায়ও এই ঘটনার প্রতিবাদে পদ থেকে ইস্তফা দেবেন।