তুহিন অধিকারী, বিষ্ণুপুর : আগের দিনই তিনি দোকানে ঢুকে চা তৈরি করেছিলেন নিজের হাতে। সেই চা খাইয়েও ছিলেন প্রচারে থাকা দলীয় নেতা-কর্মীদের। এবার দোকানে চপ ভাজতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে (Sujata Mondal)।  পাশাপাশি নিজে ঢাক বাজিয়ে ভোট প্রচার করেন।


এদিন তিনি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গিয়ে কখনো হেঁটে প্রচার সারেন, তো কখনো কর্মিসভার মধ্য দিয়ে ভোট প্রচার করেন। প্রচারে বেরিয়ে ইন্দাসে একটি দোকানে চপ ভাজতে দেখা যায় তাঁকে। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পর নিজে ঢাক বাজিয়েও ভোট প্রচার করলেন সুজাতা।


ভোট প্রচারে নিত্যদিনই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ত্রুটি রাখছেন না প্রচারে। যতটা সম্ভব জনসংযোগের পথে হাঁটছেন তিনি। আগের দিন প্রচারে বেরিয়ে নিজের হাতে চা বানান সুজাতা। সেই চা খাওয়ানও দলীয় নেতা-কর্মীদের।


বাঁকুড়া কোতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কোথাও মিছিল, কোথাও পথসভা, কোথাও আবার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন সুজাতা মণ্ডল। কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। বৃহস্পতিবার রাতে প্রচারের শেষ পর্বে কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন সুজাতা। দোকানদারকে পাশে রেখে নিজের হাতে তৈরি করেন চা। এরপর সেই চা খাওয়ান কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামি সহ দলীয় কর্মী-সমর্থকদের।


চা বানাতে বানাতে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নাম না করে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, দেখুন কেউ তো চা বানাতে বানাতে দেশটাও বেঁচে ফেলেছেন। কিন্তু আমরা মানুষের মন জয় করছি।


তার আগে প্রচারে বেরিয়ে ভোটারদের শাসাতে দেখা গিয়েছিল তাঁকে। ভোটারদের উদ্দেশে তিনি পরিষ্কার বলেন, 'ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না।' মিডিয়ার সামনে তাঁর সাফ কথা, 'তৃণমূল লিড না পেলে, আর কেউ কথা শুনতে আসবে না।'


আরও পড়ুন ; প্রচারে বেরিয়ে এবার নিজের হাতে চা বানালেন সুজাতা !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে