কলকাতা: লক্ষ্য নীলবাড়ির দখল। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে সব পক্ষ। আজ ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কিছুক্ষণের অপেক্ষা। মোদির পাশাপাশি আজ ব্রিগেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তীও। বিজেপির মেগা সমাবেশ উপলক্ষে শুধু ব্রিগেডেই প্রধানমন্ত্রী, অমিত শা ও জে পি নাড্ডার ৩ হাজার কাট আউট লাগানো হয়েছে। থাকছে ২০টি জায়ান্ট স্ক্রিন। ব্রিগেডে রঙ দিতে তাসা পার্টি থেকে মোদির মুখোশ পরে এসেছেন কর্মী সমর্থকরা।
প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। রবিবার বেলা ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে বিমানে রওনা হবেন নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুর ১টা ২০ মিনিটে। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। ১টা ৪৫ মিনিটে নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে। দুপুর ২টো নাগাদ পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড কর্মসূচি সেরে বিকেল ৩টে ৪৫ মিনিটে আবার কলকাতা বিমানবন্দর। সেখান থেকে সোজা দিল্লি।
আরও পড়ুন: BJP Brigade Rally LIVE: আজ মোদির ব্রিগেড, থাকছেন মিঠুন, ব্রিগেড-মুখী বিজেপি কর্মী-সমর্থকরা
সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, আজ মূলত শিয়ালদা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং হাওড়া থেকে বড় মিছিল পৌঁছবে ব্রিগেডে। অন্যদিকে দূর-দূরান্তের জেলা থেকে বাসে করে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ৭টার মধ্যে একহাজারেরও বেশি বাস ঢুকেছে ময়দান চত্বরে। ময়দানের ধারে উনুন জ্বালিয়ে চলছে রান্না। মেনুতে রয়েছে ভাত-বাঁধাকপির তরকারি, মাংস। মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে ঢোল আর তাসা পার্টি নিয়ে ব্রিগেডের সভায় এসেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মুখে ভারতমাতা কি জয় ধ্বনি। মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে কর্মী-সমর্থকদের ভিড়।