কলকাতা: বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব আসনে আগেই পায়েল সরকারকে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। এই সিদ্ধান্তে ক্ষুন্ন হয়েছিলেন শোভন। তিনি দল থেকে ইস্তফা দিয়েছিলেন।

  সূত্রের খবর ছিল, শোভনের মান ভাঙাতে তাঁর পছন্দের আসন বেহালা পূর্ব থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। সূত্রের আরও দাবি ছিল, শোভনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিজেপি। শোভনের পছন্দের কেন্দ্রেই তাঁকে প্রার্থী করার ভাবনাচিন্তা চালাচ্ছে বিজেপি।  কিন্তু এদিন বিজেপির আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল বেহালা পশ্চিম আসনে বিজেপি প্রার্থী করেছে সিনেমা তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অর্থাৎ, শোভনকে বাদ রেখেই বেহালা পূর্বের পর এবার বেহালা পশ্চিম  আসনেও প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি।


বেহালা পশ্চিমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই হবে অভিনেত্রী শ্রাবন্তীর। অন্যদিকে, বেহালা পূর্ব আসনে শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই হবে পায়েলের।


এছাড়াও বালিতে বিজেপি প্রার্থী করা হয়েছে বৈশালী ডালমিয়াকে। এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক ছিলেন বিসিসিআই-এর প্রয়াত প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার মেয়ে। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে সামিল হয়েছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন, তখন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বৈশালী। তাঁকে বহিষ্কার করে দল। এরপর বিজেপিতে সামিল হয়েছিলেন তিনি।


শিবপুরে বিজেপি প্রার্থী করেছেন হাওড়ার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা রথীন চক্রবর্তীকে।  তিনিও ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন।


কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থী নিখিলরঞ্জন দে। নাটাবাড়িতে বিজেপি প্রার্থী তৃণমূল-ত্যাগী মিহির গোস্বামী।ফালাকাটায় বিজেপি প্রার্থী দীপক বর্মন।সপ্তগ্রামে বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাস।


উল্লেখ্য, বিজেপির এবারের প্রার্থী তালিকায় তৃণমূল থেকে আসা একাধিক নেতা-বিধায়কের নাম। প্রার্থী করা হয়েছে, বৈশালী ডালমিয়া, মিহির গোস্বামী, বিশ্বজিৎ কুণ্ডু, সৈকত পাঁজা, অরিন্দম ভট্টাচার্যদের।


  ভোটের মুখে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাত ধরে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের সবাইকে ভোটের ময়দানে নামাল বিজেপি।রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালকে তাদের পুরনো কেন্দ্র থেকে আগেই প্রার্থী করেছিল বিজেপি।এবার তৃণমূল ছেড়ে আসা বৈশালী ডালমিয়াকে তাঁর পুরনো কেন্দ্র বালি থেকেই প্রার্থী করল গেরুয়া শিবির।শিবপুর থেকে প্রার্থী করা হল, তৃণমূল ছেড়ে আসা হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে।