নয়াদিল্লি: শিবসেনার বিরোধিতায় মুম্বই উত্তরপূর্ব কেন্দ্রের বর্তমান দলীয় এমপি কিরিট সোমাইয়াকে এবার বসিয়ে দিল বিজেপি। তাঁকে প্রার্থী করল না তারা। সোমাইয়ার বদলে বিজেপি টিকিট দিল মনোজ কোটাককে। সোমাইয়া বিজেপির পুরানো মুখ। সংসদে অর্থনৈতিক নানা ইস্যুতে বিজেপির সামনের সারির বক্তাদের একজন, বরাবরের শিবসেনার কট্টর সমালোচক তিনি। রাজনৈতিক মহলের ধারণা, বহুদিনের হিন্দুত্বের শরিক শিবসেনাকে খুশি করতেই সোমাইয়া সম্পর্কে তাদের আপত্তি মানল বিজেপি।
পাশাপাশি রায়বেরিলিতে কংগ্রেস নেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর বিরুদ্ধে স্থানীয় বাহুবলী বলে পরিচিত দীনেশ প্রতাপ সিংহকে দাঁড় করাল বিজেপি। গত বছর কংগ্রেস ছেড়েই পদ্ম শিবিরে যোগ দেন দীনেশ। গাঁধী পরিবারের শক্ত ঘাঁটি রায়বেরিলিতে ২০০৪ থেকে জিতে চলেছেন সনিয়া।
আজমগড়ে সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ সিংহ যাদবের বিরুদ্ধে বিজেপি দাঁড় করাচ্ছে নামী ভোজপুরী অভিনেতা-গায়ক দীনেশ লাল যাদবকে। অখিলেশের বাবা মুলায়ম সিংহ যাদবের বিরুদ্ধে মৈনপুরিতে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রেম সিংহ শাক্য। মছলিশহরের বর্তমান দলীয় এমপি রামচরিত্র নিশাদের বদলে এবার বিজেপি ভি পি সরোজের নাম ঘোষণা করেছে।
ফিরোজাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে চন্দ্র সেন জাদুনকে।
প্রসঙ্গত, আজমগড়, মৈনপুরি, ফিরোজাবাদ- তিন কেন্দ্রেই ২০১৪-র লোকসভা নির্বাচনে জেতেন শাসক যাদব পরিবারের সদস্যরা।
এই নিয়ে ৫৪৩টির মধ্যে ৩৮৩টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি।