নয়াদিল্লি: আজ লোকসভা ভোটের জন্য বিজেপি-র প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করা হলেও, তাতে নাম নেই দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর। তাঁর কেন্দ্র গাঁধীনগর থেকে প্রার্থী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ফলে একদা বিজেপি-র অন্যতম শীর্ষনেতা আডবাণীর রাজনৈতিক জীবন কার্যত শেষ হয়ে যেতে চলেছে।

এই বিষয়টি নিয়েই বিজেপি ও নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। তিনি ট্যুইট বলেছেন, ‘প্রথমে শ্রী লালকৃষ্ণ আডবাণীকে জোর করে মার্গদর্শক মণ্ডলে পাঠানো হয়। এবার তাঁর লোকসভা কেন্দ্রও কেড়ে নেওয়া হল। মোদিজি বয়স্কদের সম্মান করেন না। তিনি কী করে মানুষের আস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন?’



৯১ বছরের আডবাণী গাঁধীনগর থেকে ৬বার সাংসদ হন। তবে মোদির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পরেই দলে কোণঠাসা হয়ে পড়েন আডবাণী। তাঁকে ২০১৪ সালে বিজেপি-র ‘মার্গদর্শক মণ্ডল’-এর সদস্য করা হয়। এই বিষয়টি নিয়েই মোদিকে তোপ দাগলেন সূরজেওয়ালা।