চণ্ডীগড়: হরিয়ানায় কংগ্রেসের শক্ত ঘাঁটিও নড়ে গেল গেরুয়া ঝড়ে। হুডা দুর্গে দশে দশ স্কোর করল বিজেপি। কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আপ-জেজেপি জোট, কেউই টিকতে পারল না মোদি সুনামির সামনে৷ হুডা পরিবারের গড় রোহতক ও সোনিপতেও হার মানল কংগ্রেস। ২০ বছর পর এভাবে হরিয়ানা মুখ ফিরিয়ে নিল কংগ্রেসের থেকে।
২০১৪য় এই রাজ্যে বিজেপি জিতেছিল ৭টি আসনে। ২টি ছিল আইএনএলডির দখলে, ১টি ছিল কংগ্রেসের। এবছর রাজ্য থেকে নিশ্চিহ্ন হল কংগ্রেস।
হুডা পরিবারের শক্ত জমি সোনিপতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হারলেন বিজেপি-র রমেশ চন্দ্র কৌশিকের কাছে৷ ভুপিন্দর পুত্র কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডাও হার মানলেন গেরুয়া ঝড়ে। হারলেন রোহতক কেন্দ্র থেকে। তাঁর কেন্দ্রে জয় পেলেন বিজেপি-র অরবিন্দ কুমার শর্মা৷ এই জোড়া হার কংগ্রেসের কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা৷
বিজেপির ৫জন সাংসদ প্রার্থী জয় পেয়েছেন বড় ব্যবধানে। শুধু রোহতকেই জয়ের ব্যবধান কম। যদিও এধরনের ইঙ্গিতই মিলেছিল বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। বিজেপির মহিলা প্রার্থী সুনীতা দুগ্গল শিরসা থেকে ৩ লাখ ৯ হাজার ৯১৮ ভোটে জয় পেয়েছেন হরিয়ানার কংগ্রেসের শীর্ষ পদাধিকারী অশোক তনওয়ারের বিরুদ্ধে।
উল্লেখযোগ্যভাবে হেরেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশী লালের নাতনি শ্রুতি চৌধুরি। তিনি ভোটে লড়েছিলেন ভিওয়ানি-মহেন্দ্রগড় থেকে। একই ভাবে, হিসারে হার মানলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের নাতি ভব্য বিষ্ণোই। হিসারের বর্তমান সাংসদ দুষ্মন্ত চৌতালাও হেরে গেছেন বিজেপি প্রার্থী বিজেন্দ্র সিংহের কাছে। চৌতালা পরিবারের অপর সদস্য দিগ্বিজয় চৌতালা (জেজেপি প্রার্থী) সোনিপত থেকে এবং অর্জুন চৌতালা কুরুক্ষেত্র থেকে ভোটে লড়েছিলেন। তাঁরাও হার মেনেছেন।