বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : দিনকয়েক আগেই তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রামে। এবার বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল নন্দীগ্রামে। লোকসভা ভোটের আগে এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে এলাকায়। Lok Sabha Election 2024
কী ঘটনা ?
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালি ২৭০ নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, গতরাতে সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল আগুন লাগিয়েছে। তার জেরে পুড়ে ছাই হয়ে গেছে দলীয় কার্যালয়।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির আদি এবং নব্য দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। সেই দ্বন্দ্বের জেরেই ওই পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়েছে। তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।
ওই এলাকা বিজেপির দখলে। বিগত দিনে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে ।
দিনকয়েক আগের ঘটনা-
বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে (Bengaluru Blast Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'গদ্দার' মন্তব্যের প্রতিবাদে দিনকয়েক আগে নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূলের পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । এমনকী পার্টি অফিসে তৃণমূলের যে পতাকা লাগানো ছিল তাও খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। তাঁদের বক্তব্য, অবিলম্বে মন্তব্য ফিরিয়ে নিতে হবে। এপ্রসঙ্গে বিজেপি নেতা প্রলয় পাল বলেন, "মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। সতীশ সামন্তের মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, ক্ষুদিরামের মাটি। এখানে বিপ্লবের জন্ম হয়। আর মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলছেন, মেদিনীপুর গদ্দারের জায়গা। ওঁকে বোঝাব গদ্দার কাকে বলে। এবার লোকসভা ভোটে বোঝাব। উনি গোটা মেদিনীপুরের মাটিকে অপমান করেছেন। মেদিনীপুরের নাম শুনলে আসমুদ্র ভারত শ্রদ্ধা করে। এখানে প্রতিবাদী মুখ, এখানকার বিপ্লবের মুখ। আর মুখ্যমন্ত্রী ভরা জনসভায় বলছেন, মেদিনীপুর গদ্দারের জায়গা। এখানে কোনো দু'নম্বরি, চিটিংবাজি, চোর-ছ্যাঁছড়দের জায়গা হবে না। ওদের পার্টি অফিসে তালা লাগিয়েছি।"
কী বলেছিলেন মমতা ?
মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলেছিলেন, "এত মিথ্যাবাদী, আর বাংলাকে বদনাম করার দল। বেঙ্গালুরুতে একটা ঘটনা ঘটল...ওদের একটা ফড়ে আছে...সারাক্ষণ ফোড়ন কাটে। ফড়েটা বলে দিল, বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। বাড়ি কোথায় কর্ণাটকে, দুই ঘণ্টার জন্য় মেদিনীপুরের কাঁথিতে ছিল। গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দিয়েছে। এটা হচ্ছে বাংলা। সেফেস্ট প্লেজ ইন ইন্ডিয়া।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।