সমীরণ পাল, বাগদা: স্কুলের মাঠে নতুন ভবন নির্মাণ করা নিয়ে আপত্তি। আর সেই আপত্তির কথা জানিয়ে এসডিও এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন স্থানীয়রা। ঘটনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাগদার।


নতুন ভবন নির্মাণ নিয়ে আপত্তি: উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের সলক কুলনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন দুটি ক্লাসরুম ও মিড ডে মিলের জন্যে ভবন নির্মাণের আর্থিক অনুমোদন এসেছে। স্থানীয়দের দাবি, স্কুলের শিক্ষকদের না জানিয়ে স্কুলের একটি মাত্র খেলার মাঠেই ওই নতুন তৈরির কাজ শুরু করার চেষ্টা করছে নির্মাণকারী সংস্থার কর্মীরা। স্থানীয়দের দাবি স্কুল মাঠের মধ্যে কোনও নতুন ভবন নির্মাণ করা যাবে না। এই দাবি জানিয়ে বনগাঁর এসডিও ও নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন তাঁরা।


স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে নতুন ভবন নির্মাণ নিয়ে তাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। স্কুলের প্রধান শিক্ষক পলাশ বিশ্বাস বলেন “আমাদের কাছে এখনও কোনো অফিসিয়াল নোটিস আসেনি  কিন্তু কিছু নির্মাণ সামগ্রী আমরা স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি। আমরাও বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। পরবর্তীতে ভিএসি কমিটি ও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। স্থানীয়রা কী কারণে অভিযোগ করেছে আমার জানা নেই।


ওই এলাকার একটি মাত্র মাঠ হল ওই স্কুলের মাঠটি। তাই মাঠে নতুন ভবন তৈরির পরিবর্তে স্কুল ভবনকে দোতলা করার দাবি জানাচ্ছেন স্থানীয়দের একাংশ। স্কুলের প্রক্তন ছাত্র সমীর কান্তি বিশ্বাস জানিয়েছেন, “আশেপাশে গ্রামের একটি মাত্র খেলার মাঠ এই স্কুলের মাঠটি। আমরা দাবি জানাচ্ছি স্কুলে নতুন ঘর নির্মাণ করার প্রয়োজন হলে দোতালায় করা হোক। মাঠের মধ্যে কোনও নতুন ঘর নির্মাণ করা যাবে না।’’ এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য পরিতোষ কুমার সাহা জানিয়েছেন, “স্কুলে নতুন ভবন তৈরির জন্য ১৩ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। টেন্ডার হয়ে গিয়েছে। কিন্তু কাজ শুরুর জন্য এখনও কোন অনুমতি দেয়নি। কাজের ক্ষেত্রে সাধারণ মানুষের অভিযোগ থাকলে বিডিওর সঙ্গে আলোচনা করতে পারতেন। তাঁরা এসডিও ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। যদি অভিযোগ থেকে থাকে তবে সমাধান হবে ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Coochbehar News: লোডশেডিং করে কর্মীদের মারধর! তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির