কলকাতা : লোকসভা ভোট শেষের পর সন্ত্রাস অব্যাহত। ঘরছাড়া বহু বিজেপি কর্মী। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল বিজেপি। ঘটনার জেরে ঘরছাড়া বহু বিজেপি কর্মী। পার্টি অফিসে আশ্রয় মিলেছে তাঁদের। ডায়মন্ড হারবারে বিজেপির ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ঘরছাড়া কর্মীরা।
কলকাতার মাহেশ্বরী ভবনেও রাখা হয়েছে ঘরছাড়া বিজেপি কর্মীদের।


ঘরছাড়া এক মহিলা বিজেপি কর্মী বলেন, '৪ তারিখে ভোট গণনার রাত থেকেই আমাদের উপর অত্যাচার হচ্ছিল। বাড়ি ভাঙচুর করছিল। আমাদের বাড়ির সামনে বোমা ফেলেছে। আমার ঘরে মা ছাড়া কেউ নেই। ৫ তারিখে সকাল থেকে অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গেল যে আমি ববিদাকে (ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী) ফোন করলাম। তখন দাদা থানায় ফোন করলেন। থানা থেকে চার জন পুলিশ গেল। তারা আমায় বাড়ি থেকে নিয়ে এসেছে।'


আর এক বিজেপি কর্মী বলেন, 'ভোট গণনার পর থেকে প্রচুর অত্যাচার-অবিচার চলছে। বাড়িঘর ভাঙচুর করতে আসছে তৃণমূলের গুণ্ডাবাহিনীরা। তার ভয়ে ববিদার এখানে আশ্রয় নিয়েছি।' অপর এক বিজেপি কর্মী বলেন, 'খালি মুগুর দিয়ে মারছে। রাজনীতি করলে কী পশ্চিমবঙ্গে এরকম অবস্থা হবে ! পুলিশ প্রশাসন সব তো ওদের হাতে। পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না।'  


এনিয়ে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসও। তিনি বলেন, "এটাই তো ডায়মন্ড মডেল। ২০২১-এ ভোটের পরে সন্ত্রাস সবথেকে বেশি ডায়মন্ড হারবারেই হয়েছিল। তখন আমি ৯৬ জনকে এখানে রেখে দিয়েছিলাম। প্রায় সাড়ে ৩ মাস ছিল। এবারে যেহেতু আমি নিজে এখানে রয়েছি, তাই অনেকটা নিয়ন্ত্রণে আছে। তা সত্ত্বেও ভোটের রেজাল্টের রাত থেকেই এখানে প্রচুর সন্ত্রাস শুরু হয়। বাড়ি-ঘর ভেঙে দেওয়া হয়। পুকুরে বিষ দিয়ে দেওয়া হয়। রাত প্রায় আড়াইটায় তাঁরা এখানে আসেন।"


বলেছিলেন, নিজে ৪ লক্ষের বেশি মার্জিনে জিতবেন। কিন্তু বাস্তবে তাঁর জয় এসেছে ৭ লক্ষের বেশি ভোটের মার্জিনে। শুধু নিজের আসন ধরে রাখাই নয়, এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের থেকে এগিয়ে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।