কলকাতা: লোকসভায় তৃণমূলের দলনেতা ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। লোকসভা নির্বাচনে আবারও উত্তর কলকাতা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তাঁকেই পুরনো দায়িত্বে বহাল রাখলেন দলনেত্রী মমতা। তৃণমূলের দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হলেন মমতা-ই। শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। (Mamata Banerjee) এদিন ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন মমতা। বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীকে হারানো ইউসুফ পাঠানকে 'জায়ান্ট কিলার' বলে উল্লেখ করেন তিনি।


লোকসভা নির্বাচনের নব নির্বাচিত সাংসদ, নেতা-নেত্রীদের নিয়ে এদিন কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদে তৃতীয় বৃহত্তম দল। তাদের মোট ৪২ জন সাংসদ রয়েছেন এই মুহূর্তে, যার মধ্যে ৩৮ শতাংশই মহিলা সাংসদ। (Lok Sabha Elections 2024)


এদিন মমতা জানান, সুদীপ লোকসভায় দলের নেতা থাবেন। মুখ্য হুইপ অর্থাৎ মুখ্য সচেতকের ভূমিকা পালন করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার হবেন কাকলি ঘোষ দস্তিদার। স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন পরবর্তীতে ঠিক হবে। পাশাপাশি, রাজ্যসভায় দলের নেতা হবেন ডেরেক ও'ব্রায়েন। সেখানে ডেপুটি লিডার সাগরিকা ঘোষ এবং চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক নাদিমুল হক। সুদীপ এবং ডেরেক আগেও লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের নেতা ছিলেন। পুনরায় তাঁদের উপরই ভরসা রাখলেন মমতা।


লোকসভায় কে কোন দায়িত্বে



  • তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন- মমতা বন্দ্যোপাধ্যায়

  • লোকসভায় দলের নেতা- সুদীপ বন্দ্যোপাধ্যায়

  • লোকসভার ডেপুটি লিডার- কাকলি ঘোষ দস্তিদার

  • লোকসভার চিফ হুইপ- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

  • রাজ্যসভায় দলের নেতা- ডেরেক ও'ব্রায়েন

  • রাজ্যসভার ডেপুটি লিডার- সাগরিকা ঘোষ

  • রাজ্যসভার চিফ হুইপ- নাদিমুল হক


আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লি গিয়ে শুধু বসে থাকলে চলবে না, নব নির্বাচিত সাংসদদের কেন একথা বললেন মমতা?


মমতার এই ঘোষণার পর সুদীপ বলেন, "৩৪ সাংসদেরও দলনেতা ছিলাম লোকসভায়, এটা ২৯। আমার কাছে সমস্য়ার কারণ নয় এগুলো। চার বারের বিধায়ক, ছয় বার সাংসদ। ১০ বার জিতেছি কলকাতা থেকে। এবার সহজ ভাবে নিতে হবে জিনিসগুলিকে।" গত কয়েক মাস ধরে সুদীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের অনেকেই। দল ছাড়ার আগে তাপসের দিকেই আঙুল তুলেছিলেন তাপস রায়। আবার কুণাল ঘোষকেও সুদীপকে নিশানা করতে দেখা গিয়েছে। পরে যদিও মিটমাট হয়ে যায় তাঁদের মধ্যে। তাপসের প্রসঙ্গে সুদীপ বলেন, "ওঁরা ননএনটিটি। ওঁদের নিয়ে মন্তব্য করো শোভা পায় না।" দল তাপসকে ফেরত নেবে কি না, তা দলের সিদ্ধান্ত বলে জানান।


আজ কালীঘাটে নিজের বাড়িতে দলের নব নির্বাচিত সাংসদ, প্রথম সারির নেতৃত্ব, জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগামী দিনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কী হবে বৈঠকে তার দিক নির্দেশ করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি, লোকসভার ভোটের ফলাফল নিয়েও আলোচনা হয়। 


আগামী দিনে সংসদে রাজ্যের প্রাপ্য বকেয়া আদায় নিয়ে চাপ বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপাশি, সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি এবং অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করতে বলা হয়েছে, যাতে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্র। আগামী দিনে হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে যাবেন ডেরেক, সাগরিকা, নাদিমুল এবং দোলা সেন। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য় বৃদ্ধি করতেও সরকারের উপর চাপ বাড়াতে হবে বলে জানিয়েছেন মমতা।