প্রদ্যোৎ সরকার, নদিয়া: লোকসভা ভোটের (Loksabha Election 2024) ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন কেন্দ্রে হারের কারণে বিজেপির (BJP) গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা সামনে আসছে। এবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হারের পিছনে নদিয়া (Nadia) উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাসের হাত রয়েছে অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানালেন বিজেপি কর্মীদের একাংশ। জেলা অফিসে গিয়ে চেয়ার টেবিল উল্টে ঘরে তালা লাগিয়ে প্রবল বিক্ষোভ দেখান তাঁরা। 


তাঁদের অভিযোগ, নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস টাকা নয়ছয় করে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়েছেন। তাঁকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে অপসারণ করতে হবে।


প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার একই অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়। নিজের হারের কারণ জানাতে গিয়ে জেলা নেতৃত্বকে দোষারোপ করার পাশাপাশি  দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তিনি হেরেছেন বলে দাবি করেছিলেন। টাকা নয়ছয় করার হয়েছে বলেও জানিয়ে ছিলেন। নাম না করে এই বিষয়ে নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে দাবি বিক্ষোভকারীদের। অমৃতা রায়ে বলেছিলেন, "ভোটে খরচ করার জন্য আমার নামে প্রচুর টাকা এসেছিল। কিন্তু, আমাকে কোথায় কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। আমার ছেলেকে ৫১ লক্ষ টাকার হিসাব দেওয়া হয়েছে বলে জানায় জেলা নেতৃত্ব। কিন্তু, এভাবে কি মুখে মুখে এত টাকার হিসাব মনে রাখা যায়। আমার পাসবুক ও চেকবই ওদের কাছে আছে। সেগুলি ফেরত দিতে বলা হলেও দেয়নি। আমি ভদ্রবাড়ির সদস্যা। বারবার কি চাওয়া যায়। আমি কোনও দুর্নীতিতে জড়িত নেই, চুরিও করিনি। কিন্তু, আমার নামে আসা টাকা নয়ছয় করা হয়েছে। কর্মীদের পিছনে সেভাবে কোনও টাকাই খরচ করা হয়নি। শুধু কি নরেন্দ্র মোদির নামে নির্বাচন জেতা যায়? তাছাড়া দলের মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। যা আমার হারের অন্যতম কারণ।"


যদিও এই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে কেউ ভুল বুঝিয়ে এই ধরনের কথা বলার জন্য উসকানি দিচ্ছে বলে দাবি করেছিলেন অর্জুন বিশ্বাস। তার কয়েক ঘণ্টার মধ্যেই নদিয়া উত্তরের বিজেপি কর্মীদের একাংশ অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে টাকা নয়ছয় করে অমৃতা রায়কে হারানোর অভিযোগ জানাল। তুলল তাঁকে অপসারণের দাবিও।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: TMC Rift In Howrah: সোশ্যাল মিডিয়াতে প্রসূনের বিরুদ্ধে সরব মনোজ, হাওড়ায় মন্ত্রী বনাম সাংসদের দ্বন্দ্বে অস্বস্তিতে তৃণমূল