নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষা কার্যত হুবহু মিলিয়ে কেন্দ্রে ফের নরেন্দ্র মোদির ঝড় চলছে। বৃহস্পতিবার ভোটগণনা পর্ব মাঝ পর্বে পৌঁছতেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে যে, ফের সরকার গঠন করবে এনডিএ-ই। যে জয়কে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন রাজনাথ সিংহ। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোদির বিচক্ষণ নেতৃত্ব আর অমিত শাহের সক্রিয়তাই এই জয়ের নেপথ্যে প্রধান ভূমিকা পালন করেছে।
বৃহস্পতিবার ভোটগণনা পর্বের শুরু থেকেই দেশে মোদি ঝড়ের ইঙ্গিত ছিল। বেলা যত গড়িয়েছে, ততই চওড়া হয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের হাসি। একের পর এক টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও। লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছি। ওঁদের অভিনন্দন জানিয়েছি লোকসভা ভোটে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোটের এই দুরন্ত জয়ের জন্য।'
এরপরই রাজনাথের টুইট, 'লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে কৃতিত্ব প্রাপ্য মোদিজির বিচক্ষণ নেতৃত্ব, অমিত শাহের সক্রিয়তা এবং লক্ষ লক্ষ বিজেপি কর্মীর পরিশ্রমের।' স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন ভারত গঠনের লক্ষ্যে এবার ব্রতী হবেন মোদি।
দেশজুড়ে বিজেপি ঝড়ের মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লখনউ আসন থেকে রাজনাথ নিজেও দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
মোদির বিচক্ষণ নেতৃত্ব আর অমিত শাহের সক্রিয়তাতেই বিজেপির এই ঐতিহাসিক জয়, মন্তব্য রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2019 02:03 PM (IST)
দেশজুড়ে বিজেপি ঝড়ের মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লখনউ আসন থেকে রাজনাথ নিজেও দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -