প্রসঙ্গত, সুষমা নিজে এবার ভোটে দাঁড়াননি। এখনও পর্যন্ত ভোটগণনার প্রবণতায় দেখা যাচ্ছে, ৫৪৩ আসনের লোকসভায় এনডিএ পেতে পারে ৩৪৩টি আসন। গত ২০১৪-র নির্বাচনে এনডিএ ৩৩৬টি আসন পায়, বিজেপি একা পেয়েছিল ২৮২টি আসন। 'বিরাট জয়', মোদিকে অভিনন্দন সুষমার, ধন্যবাদ জনগণকে
Web Desk, ABP Ananda | 23 May 2019 11:52 AM (IST)
এবারও দেশব্যাপী প্রবল মোদি হাওয়ায় ভর কেন্দ্রে বিজেপি-এনডিএ ক্ষমতায় ফিরছে।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে অভিনন্দন সুষমা স্বরাজের। ট্যুইট করে বিদেশমন্ত্রী লোকসভা ভোটে ‘বিরাট জয়’ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, জনসাধারণকেও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন। এবারও দেশব্যাপী প্রবল মোদি হাওয়ায় ভর কেন্দ্রে বিজেপি-এনডিএ ক্ষমতায় ফিরছে। ২৯৫এর বেশি আসনে তারা এগিয়ে আছে, কংগ্রেস অনেক পিছিয়ে আছে মাত্র ৫০টি আসনে এগিয়ে থেকে। বিজেপি নেত্রী ট্যুইট করেছেন, বিজেপির এত বড় নির্বাচনী জয় নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক, অনেক অভিনন্দন। আমি মানুষকে ধন্যবাদ দিচ্ছি।