গোসাবা: বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচন কমিশন যতই অশান্তি রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুক না কেন, রক্তপাত বন্ধ করা যাচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম ৬ বিজেপি কর্মী। আহতদের মধ্যে দু’ জনের অবস্থা আশঙ্কাজনক।


ভোটের মুখে গোসাবায় বোমা বাঁধার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়। আহতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল। 


গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে গোসাবার বাদামতলা এলাকায়। আহতদের পরিবারের দাবি, অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের পাল্টা দাবি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া স্থানীয় নেতা বরুণ প্রামাণিকের মদতে বিজেপি কর্মী বলরাম মণ্ডলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর জখম ৬ বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দার জ্যোতি কলোনি এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বোমাবাজি হয়। বোমা ফেটে একটি বাড়ির জানলার কাচ ভেঙে যায়। পরে রহড়া থানার পুলিশ এসে একটি কৌটো বোমা উদ্ধার করে।বোমাবাজির কারণ খতিয়ে দেখছে পুলিশ।