সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দু'দিন আগেও অশান্তি-হিংসা-হুমকির চেনা ছবি বদলাল না বাংলায়। সাদা থানের পর এবার রজনীগন্ধার মালায় (Garland) বোমা (Hidden Bomb) রেখে হুমকির অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বনগাঁর (Bangaon) ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 


কী জানা গেল?
প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তা শিউরে ওঠার মতো। অভিযোগ, বনগাঁ ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী আশিস মণ্ডলের বাড়ির সামনে একটি রজনীগন্ধার মালার মধ্যে বোমা রাখা হয়েছিল। বৃহস্পতিবারের এমন ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা হল, এবারের পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে মনোনয়ন পর্বজুড়ে এমন একাধিক হুমকি-হুঁশিয়ারির ঘটনার কথা জানা গিয়েছে। গত মাসে যেমন, মনোনয়ন পর্ব শেষ হতেই জেলায় জেলায় মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর মধ্যে জয়নগরে বাম সমর্থিত নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান পাঠানোর খবর ছড়ায়। হুমকি পোস্টার পড়ে মুর্শিদাবাদের রানিনগরে। আবার গত মাসের শেষ দিকেই,সবংয়ে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়ে যায়। মৃত, বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, দীপককে বার বার হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি সাদা থানও পাঠানো হয়েছিল। পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথা নত না করাতেই এই খুন, অভিযোগ করেছিল বিজেপির। তৃণমূল অবশ্য সেই দাবি উড়িয়ে দেয়। 


হিংসা জারি...
পঞ্চায়েত ভোটে বাকি আর দু'দিন। তার আগেও যে ভাবে রাজ্যের নানা প্রান্তে হিংসার খবর শোনা যাচ্ছে, তাতে আশঙ্কার চোরাস্রোত সাধারণ বাসিন্দাদের মধ্যে। স্রেফ হুঁশিয়ারি নয়, উত্তর ২৪ পরগনারই অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাসকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গত কাল রাতে বাড়িতে ঢুকে মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রথমে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পরে ধারাল অস্ত্র নিয়ে কোপানোও হয় তাঁকে। এতেই শেষ নয়। জখম শ্যামলকে বিবস্ত্র করেছিল দুষ্কৃতীরা, অভিযোগ এমনই। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আপাতত তিনি হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল। 


আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন